প্রকাশ: ৫ জুলাই ২০২১, ০:৪০
দেশে গরুর নামের কথা উঠলেই কার গরু কতটা বড়, কত বেশি ওজন, কত বেশি দুধ দেয় মূলত আলোচনায় থাকে এসবই। কোরবানির ঈদের আগে খবরের পাতায় দেখতে পাওয়া যায় বড় বড় গরুর খবর। বাহারি সেসব গরুর নাম। তবে এবার গরুর নাম আলোচনায় উঠে এসেছে ভিন্ন এক কারণে। সবচেয়ে বড় কিংবা ওজন ওয়ালার জন্য নয় বরং এই গরুর সুনাম ছড়িয়েছে সবচেয়ে ছোট হওয়ায়। গরুটির নাম রানী।
আর এর সন্ধান পাওয়া গেছে সাভারের আশুলিয়ার পাথালিয়া ইউনিউন চারিগ্রাম নামের একটি গ্রামে। বক্সার জাতের খর্বাকার এই গরুর ওজন মাত্র ২৬ কেজি। খবর পেয়ে গরুটিকে একনজর দেখার জন্য ভিড় জমিয়েছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্সার জাতের খর্বাকার গরুটির উচ্চতা ২০ ইঞ্চি। জানা গেছে, বিশ্বের সবচেয়ে ছোট গরুর সনদ পেতে গরুর মালিকপক্ষ এরইমধ্যে গিনেস বুক কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছে।
শিকড় এগ্রো লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান এই খর্বাকার জাতের গরুটির মালিক। এগারো মাস আগে নওগাঁর প্রত্যন্ত অঞ্চল থেকে বাবু নামের এক বেক্তির কাছ থেকে গরুটি ক্রয় করেন শিকড় এগ্রো লিমিটেড ফার্ম এর মালিক। তবে বাবু গরুটি কোথা থেকে পেয়েছে তা জানা যায়নি।
প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা জানান, তারা গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের নিকট আবেদন করেছেন গত ২ জুলাই। কর্তৃপক্ষ ইতোমধ্যেই তাদের আবেদনের প্রাথমিক ফিডব্যাক জানিয়েছেন। সব কিছু ঠিক থাকলে আগামী ৯০ দিনের মধ্যে এই গরু বিশ্বের সবচেয়ে ছোট গরুর অফিসিয়াল স্বীকৃতি পেয়ে যাবে।
স্থানীয় চিকিৎসক সাজেদুল ইসলাম বলেন, আমরা গরুটিকে দেখেছি গরুটির বয়স এখন ২৩ মাস ও দাতে দুইটা। গরুটি সম্পূর্ণ সুস্থ রয়েছে। এর ওজনও আর বাড়বে না।
কামরুল হাসান বিক্রয় এন্ড পরিকল্পানা বিভাগের পরিচালক। তিনি বলেন, গরুটির বয়স এখন ২৩ মাস তার অজন ২৬ কেজি সে সপুর্ণ সুস্থ। ইতিমধ্যেই এক গ্রাহক ভাই গরুটির দাম বলেছে সাড়ে পাঁচ লক্ষ টাকা তবে এই গরুটি এখন বিক্রি করার কোন পরিকল্পনা আমাদের নেই।
সকাল থেকে দেখতে আশা উৎসক জনতার সাথে কথা বলে জানা গেছে, এই গরুটির মাধ্যমে বাংলাদেশ বিশ্বের এক দরবারে নাম লেখাতে যাচ্ছে তাই আমরা খুব খুশি ও আনন্দিত।
গিনেস বুক অনুযায়ী বিশ্বের সবচেয়ে ছোট গরু রয়েছে ভারতের কেরালা রাজ্যে। উচ্চতা মাত্র দুই ফুট।