প্রকাশ: ২ জুলাই ২০২১, ২০:৪৪
মাদারীপুরের কালকিনিতে করোনাভাইরাস বিস্তাররোধে কঠোর লকডাউন দ্বিতীয় দিন শুক্রবার কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা নের্তৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান দেখা যাচ্ছে।
আজ শুক্রবার (জুলাই-২) সকালে কালকিনি উপজেলা বিভিন্ন বাজার, সড়ক ও মোড়ে মোড়ে পোস্ট বসিয়ে তারা লোক চলাচল নিয়ন্ত্রণে কাজ করছেন উপজেলা প্রশাসন। তবে সড়কগুলোতে অটোভ্যান কিছুটা চলাচল স্বাভাবিক রয়েছে। পাশাপাশি পণ্যবাহী ট্রাকসহ এ্যাম্বুলেন্স কিছু জরুরি গাড়ী চলাচল দেখা যাচ্ছে।
এছাড়া লকডাউন বাস্তবায়নে মাঠে থাকবেন ম্যাজিস্ট্রেট। পুলিশের পাশাপাশি বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে থাকবেন।
গত বৃহস্পতিবার ভোর ৬টা থেকে কঠোর লকডাউন শুরু হয়েছে। সপ্তাহব্যাপী এই লকডাউনে জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ার করেছে সরকার।
এদিকে এবারের লকডাউনে সরকারের পক্ষ থেকে বিধিনিষেধ ‘কঠোরথই করার ইঙ্গিত মিলেছে। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হলেই গ্রেপ্তার করার কথা বলেছে পুলিশ। বিধিনিষেধ মানতে বাধ্য করতে মাঠে থাকছে বিজিবি ও সেনাবাহিনী।
সকালে উপজেলার বাঁশগাড়ী,ফাঁসিয়াতলা বাজারসহ বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের চিত্র দেখা যায়। মোড়ে মোড়ে পুলিশ দাঁড়িয়ে আছে,,চেকপোস্ট বসানো হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় কাউকে থাকতে দিচ্ছেন না উপজেলা প্রশাসন।
কালকিনি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান বলেন, সরকার ঘোষিত সপ্তাহব্যাপী এই লকডাউনে জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। কোনো ভাবেই বিনা প্রয়োজনে বাইরে চলাফেরা করতে দেওয়া হবে না।