প্রকাশ: ২৯ জুন ২০২১, ২০:৩০
বীর মুক্তিযোদ্ধা, সাবেক ইউপি চেয়ারম্যান ও ভূরুঙ্গামারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল আজিজ মঙ্গলবার সকালে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি... রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে
তিনি ভারতের ঝাউকুটি যুব শিবিরের ডেপুটি ইনচার্জের দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭৬ সালে ভূরুঙ্গামারী ডিগ্রি কলেজে প্রভাষক হিসাবে শিক্ষকতা শুরু করেন। তিনি ১৯৮৮ সালে তিলাই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৯৮ সালে তিনি ভূরুঙ্গামারী মহিলা কলেজের অধ্যক্ষ পদে যোগদান করেন
এবং ২০০৮ সালে অবসর গ্রহন করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি জাতীয় পার্টি ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি ছিলেন। মৃত্যু কালে তিনি চার কন্যা ও দুই পুত্র সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে উপজেলা জাতীয় পার্টি, ভূরুঙ্গামারী মহিলা কলেজ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শোক প্রকাশ করেছে। রাতে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।