প্রকাশ: ২৫ জুন ২০২১, ২৩:১৮
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে প্রচণ্ড ঝড়ের কবলে পরে ডুবে যাওয়া এফবি বিলকিস নামে একটি ট্রলারসহ নিখোঁজ ৩ জেলের সন্ধান মেলেনি সাতদিনেও ।
এর আগে গত শুক্রবার (১৮ জুন) পাথরঘাটা থেকে ২শ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরে ২৪ জেলেসহ এফবি বিলকিস নামে একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। ৪ ঘণ্টা পরে ২১ জেলে উদ্ধার হলেও ট্রলারসহ তিন জেলে নিখোঁজ হয়।
নিখোঁজ আলমগীর ও বাকন আলীর বাড়ি নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পানাউল্লাহ গ্রামে ও কালামের বাড়ি বরগুনার পাথরঘাটার কালমেঘা গ্রামে।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ডুবে যাওয়ার পর ট্রলার ও নিখোজ ৩ জেলেকে যৌথভাবে গভীর সাগরে অনুসন্ধান করা হলেও পাওয়া যায়নি।
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেনেন্ট ফাহিম শাহরিয়ার বলেন, আমরা গত সাতদিন ধরে ডুবে যাওয়ার আশপাশে তল্লাশি করেছি। কিন্তু ট্রলার বা নিখোজ ৩ জেলের কোনো সন্ধান পায়নি।