প্রকাশ: ২৩ জুন ২০২১, ০:১
রাজবাড়ীর গোয়ালন্দে আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য বঙ্গবন্ধু সাহিত্য ও গবেষণা কেন্দ্র শেরে বাংলা স্মৃতি সম্মাননা এ্যাওয়ার্ড ২০২১ পদে ভূষিত হয়েছেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর।
২৩ জুন বুধবার বঙ্গবন্ধু সাহিত্য ও গবেষণা কেন্দ্র শেরে বাংলা সামাজিক সাংস্কৃতিক ফাউন্ডেশনের পক্ষে থেকে এই সম্মামনা এবং সুফিয়া বেগম নির্বাহী পরিচালক ও সাখাওয়াত হোসেন সদস্য সচিব বঙ্গবন্ধু সাহিত্য ও গবেষণা কেন্দ্র স্বাক্ষরিত সনদপত্র প্রদান করা হয়।
গোয়ালন্দ উপজেলা চারটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এখানে রয়েছে দেশের বৃহত্তম যৌনপল্লী ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার পথ দৌলতদিয়া ঘাট। গোয়ালন্দ ঘাট থানায় ওসি হিসাবে মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর যোগদানের পর থেকেই এই উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন শুরু হয়।
এখন এই উপজেলার মানুষ নিরাপত্তার চাদরে দিন ও রাত যাপন করছে, স্বস্তি ফিরেছে গোয়ালন্দ উপজেলায়। গোয়ালন্দ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এ কর্মকর্তা।
এ ব্যাপারে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল বলেন, ওসি আব্দুল্লাহ আল তায়াবীর যোগদানের পর থেকেই আমার ইউনিয়নে আইন-শৃংঙ্খলার ব্যাপক উন্নয়ন হয়েছে।
দেবগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান হাফিজুল ইসলাম বলেন, আমার ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম ব্যাপকভাবে দেখাশোনা করেন ওসি আব্দুল্লাহ আল তায়াবীর। উজানচর ইউনিয়ন চেয়ারম্যান আবুল হোসেন ফকির বলেন, ওসি আব্দুল্লাহ আল তায়াবীর একজন সৎ মানুষ। তিনি সর্বদা মানুষের আইনি সেবা দিয়ে থাকেন ।
ছোট ভাকলা ইউনিয়ন চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর যোগদানের পর থেকে আমার ইউনিয়ন এর মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নয়ন হয়েছে। বিট পুলিশিং এর মাধ্যমে পুলিশি সেবা পৌঁছে যাচ্ছে প্রত্যেকটি নাগরিকের মধ্যে।
এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, জনগণের দোড়গোড়ায় আইনি সেবা পৌঁছে দিতে পুলিশ বাহিনীতে যোগদান করেছি। আমি চেষ্টা করছি গোয়ালন্দ উপজেলা আইন শৃংখলা পরিস্থিতি উন্নয়নের জন্য।
তিনি আরও বলেন, এ পুরস্কার আমার একার না, এটা গোয়ালন্দ থানার প্রতিটি স্টাফসহ গোয়ালন্দ বাসীর সবার।