প্রকাশ: ২২ জুন ২০২১, ০:২০
রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নদী পারের জন্য আসা যানবাহনের টোল আদায়ের স্কেল মেশিন নষ্ট হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছে পণ্যবাহী ট্রাক চালকেরা। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে তাদেরকে সড়কে।
মঙ্গলবার (২২ জুন) সকাল সাড়ে ১০ টা থেকে টোল আদায়ের স্কেল মেশিন নষ্ট হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন টোল আদায়ের দায়িত্বপ্রাপ্ত উচ্চমান সহকারি কুতুবউদ্দিন।
এদিকে টোল আদায়ের মেশিন নষ্ট থাকায় নদী পারের জন্য অপেক্ষা করছে শত শত পণ্যবাহী ট্রাক। ভোর থেকে অপেক্ষা করেও এখন পর্যন্ত ছাড়া পাননি ট্রাক চালকরা। তবে আপাতত হাত দিয়ে স্লিপ লিখে নদী পারের ব্যবস্থা করছেন কর্তৃপক্ষ। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করায় চরম বিপাকে পড়েছেন তারা।
সরেজমিন বেলা ১২ টার দিকে টোল আদায়ের স্কেল মেশিনে গিয়ে দেখা যায়, স্কেল মেশিন নষ্ট থাকায় গাড়ীর কোন স্লিপ দিতে পারছেনা কর্তৃপক্ষ।
এদিকে স্লিপের জন্য ঘন্টার পর ঘন্টা দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ীর দিকে প্রায় তিন কিলোমিটার সড়কে নদী পারের জন্য অপেক্ষা করছে কয়েকশত পণ্যবাহী ট্রাক। অনেকেই গতকাল এসেও মোড়ে সিরিয়ালে আটকে আছে।
তবে কর্তৃপক্ষ হাতে লিখে স্লিপ দেওয়া শুরু করলে কিছুটা মুক্তি মিলছে পণ্যবাহী ট্রাক চালকদের। ধীর গতিতে হলেও তারা হাতে লিখে স্লিপ দিচ্ছে। কখন নাগাত স্কেল মেশিন ঠিক হবে সেটা বলতে পারছেন না কেউ।
ট্রাক চালক হাফিজুর রহমান বলেন,গতকাল বিকেলে গোয়ালন্দ মোড়ে এসেছি। এখন পর্যন্ত এখান থেকেই ছাড়া পেলাম না। কখন নদী পার হবো সেটা বুঝতে পারছিনা।
টোল আদায়ের দায়িত্বপ্রাপ্ত উচ্চমান সহকারি কুতুবউদ্দিন বলেন, সকাল সাড়ে ১০ টা থেকে স্কেল মেশিন নষ্ট হয়েছে। কখন ঠিক হবে বলতে পারছিনা। তবে আমরা বিষয়টি উর্দ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আপাতত হাতে লিখে ট্রাক চালকদের নদী পারের সুযোগ করে দিচ্ছি।