প্রকাশ: ২২ জুন ২০২১, ১৯:১৪
সারাদেশে ব্যাটারী চালিত রিক্সা-ভ্যান ও ইজিবাইক বন্ধে স্বরাস্ট্র মন্ত্রীর ঘোষণা প্রত্যাহারের দাবী জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রিক্সা, ব্যাটারী রিক্সা, ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ বরিশাল জেলা কমিটি। সমাবেশে বক্তারা নকশা আধুনিকায়ন ও নীতিমালা প্রণয়ন করে ব্যাটারীচালিত যানবাহনের লাইসেন্স প্রদান করারও দাবী জানান।
মঙ্গলবার (২২ জুন) সকাল সাড়ে ১০টায় শহরের প্রাণ কেন্দ্র সদররোড অবরোধ করে ঘন্টাব্যাপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা।
আবুল মানিক হাওলাদারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাসদ সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী, বাসদ জেলা আহবায়ক ইমরান হাবীব রুমন, নৌ-যান শ্রমিক ফেডারেশন সভাপতি মাস্টার আবুল হাসেম, দুলাল মল্লিক, মানিক মিয়া, মহশিন মীর, শহিদুল ইসলাম, জাকির হোসেন ও কালাম মিয়া প্রমুখ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী বলেন, স্বরাস্ট্র মন্ত্রী ৫০ লক্ষ মানুষের রুটি রোজগার কেড়ে নেওয়ার আইন করেন। এত মানুষের পেটের ক্ষুদা বন্ধ করার জন্য কি আইন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী?
ডাঃ মনিষা চক্রবর্তী বলেন, দেশের মানুষকে ক্ষুধার্থ রেখে ডিজিটাল বাংলাদেশ করা যাবে না। নতুন কোন কর্মসংস্থানের পূর্বে ব্যাটারী চালিত রিক্সা-ভ্যান ও ইজিবাইক বন্ধ না করার আহবান জানিয়ে তিনি বলেন, স্বরাস্ট্র মন্ত্রী তার বক্তব্য দ্রুত প্রত্যহার করে না নিলে আগামীতে বরিশালে হরতাল সহ কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
এর পূর্বে বরিশাল নগরীর ত্রিশটি ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে শ্রমিক-চালকরা সদররোডে এসে সড়ক অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণ করেন কয়েক হাজার ব্যাটারী চালিত ভ্যান ও ইজিবাইক শ্রমিক সংগঠনের সদস্যরা।
সমাবেশ শেষে নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ প্রদশর্ন করে পুনরায় টাউন হলের সামনে এসে শেষ হয় কর্মসূচি।