নেছারাবাদে মুজিবর্ষের উপহার আশ্রায়ন প্রকল্প-২ এর দ্বিতীয় পর্যায়ের ঘর পেলেন ২০৪ জন। রোববার এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধান মন্ত্রীর উদ্বোধনের পর ভূমি ও গৃহহীনদের হাতে জমি ও ঘরের যাবতীয় কাগজপত্রসহ ঘরের চাবী হস্তান্তর করা করেন উপজেলা প্রশাসন।
এর আগে ইউএনও মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি)মো. বশির গাজীর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক,
উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হামিদ, পৌরসভার মেয়র মো. গোলাম কবির, ভাইস চেয়ারম্যান রনি দত্ত, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান প্রমুখ।