প্রকাশ: ২০ জুন ২০২১, ১৯:৪৩
সাভারের আশুলিয়ায় ট্রাক চাপায় আছিয়া মেগম (২০) নামের এক অন্তঃসত্ত্বা নারী পোশাক শ্রমিক নিহত হয়েছে।
রোববার (২০ জুন) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নিরিবিলি এলাকায় এ দূর্ঘটনা ঘটে৷
নিহত আছিয়া বেগমের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তিনি ধামরাইয়ের স্নোটোক্স পোশাক কারখানায় কাজ করতেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, সকালে কারখানায় যাওয়ার পথে অজ্ঞাত কোনো একটি ট্রাক পেছন থেকে আছিয়াকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে ঘটনা স্থলেই মৃত্যু হয় তার। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারকে জানানো হয়েছে। তাদের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া ট্রাকটিকে চিহ্নিতের জন্য চেষ্টা চলছে।