প্রকাশ: ১৮ জুন ২০২১, ২১:৫১
যানবাহন শূন্য রাজবাড়ীর বৃহত্তর দৌলতদিয়া ফেরিঘাট। শুক্রবার সকাল থেকে গাড়ির জন্য অপেক্ষা করছে ফেরিগুলো। পাটুরিয়া থেকে যানবাহন নিয়ে দৌলতদিয়া আসার পরে কিছু সময় অপেক্ষা করে পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে।
তবে পর্যাপ্ত গাড়ি না পেয়ে অনেক ফেরি অর্ধেক যানবাহন বোঝাই করে ছেড়ে যাচ্ছে।
সরজমিনে শুক্রবার সকাল ১১ টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটে গিয়ে দেখা যায়, সকালে পাটুরিয়া থেকে ছেড়ে আসা ভাষা শহীদ বরকত ফেরিটি দৌলতদিয়ায় গাড়ির জন্য অপেক্ষা করতে দেখা যায়।
বাংলাদেশ অভ্যন্তরীণ বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট শাখার মহাব্যবস্থাপক মো. ফিরোজ শেখ বলেন, সকাল থেকেই ঘাটে গাড়ির চাপ কম। তবে শুক্রবারে দুপুরের পর থেকেই গাড়ির চাপ বাড়ে।
তিনি আরও বলেন, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত দৌলতদিয়ায় কিছুটা গাড়ির চাপ ছিল।
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ৮টি রো,রো ও ৭টি ইউটিলিটি ফেরিতে যানবাহন পারাপার করা হচ্ছে।