প্রকাশ: ১৫ জুন ২০২১, ০:৪১
‘লুথারান হেলথ কেয়ার বাংলাদেশ- এর পরিচালক পিউস ছেড়াও এর অপসারণের দাবিতে পটুয়াখালীর দুমকিতে মানববন্ধন করেছে কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার (১৫জুন) বেলা ১১টায় হাসাপাতালের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন সেবিকা যুথিকা মন্ডল, নমিতা রানী শীল, লন্ডিকারক জলিল সিকদার, মোঃ জাকির, স্কুল শিক্ষিকা শাহনাজ আক্তার মিতুসহ আরও অনেকে।
বক্তারা বলেন,লুথারান হেলথ কেয়ার বাংলাদেশ- ইউএসএ’র পরিচালকের অপকর্ম, অর্থ আত্মসাৎ, নারী কেলেঙ্কারী ও মদ্যপানে কর্ম পরিবেশ ধ্বংসের পথে সুখ্যাতি সংস্থাটির।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দেন তারা ।
স্মরকলিপি সূত্রে জানা যায়, সংস্থার নির্বাহী পরিচালক পিউস ছেড়াও ২০১৭-১৯ তহবিলের ৫ কোটি ৬১ লাখ ৬০ হাজার টাকা বেহিসেবী খচর করে, ২০১০ সালের হিসাবে ৫৫ লাখ ৫৪ হাজার ৬৬৭ টাকার তহবিল তছরূপ যোগসাঁজশে ধামাচাপা দেয়, ২০১৬ সালে গভীর রাতে দু’ট্রাক মেডিকেল সামগ্রী চুরি করে। সংস্থায় কর্মরত নারী কর্মীর শ্লিলতাহানি অপরাধ সংঘটিত করণ ও আবাসিক কক্ষে মদ্যপান করে জ্ঞানহীন কর্মকান্ড করে আসছে।
এ বিষয়ে দুমকি উপজেলা নির্বাহী অফিসার শেখ আব্দুল্লাহ সাদীদ জানান, স্মারক লিপি হাতে পেয়েছি। এটি আদালত বা থানার বিষয়। স্মারকলিপি জেলা প্রশাসক দপ্তরে প্রেরন করা হবে।
যানা যায়, দক্ষিণাঞ্চলের অসহায় মানুষের সেবা দিতে আমেরিকান একটি সংস্থা ১৯৯৭ সালে পটুয়াখালীর দুমকী উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে ‘লুথারান হেলথ কেয়ার বাংলাদেশ' নামে হাসপাতাল টি চালু করে । প্রতিষ্ঠাকাল থেকেই অতি সুনামের সাথে হাসপাতালটির কার্যক্রম চলছিলো।
#ইনিউজ৭১/জিয়া/২০২১