প্রকাশ: ২ জুন ২০২১, ২০:৮
বরিশালের বানারীপাড়া উপজেলার ৬নং বাইসারি ইউনিয়ন পরিষদে সিলিংফ্যান ভেঙে সচিবসহ ২ জন আহত হয়েছেন। বুধবার বেলা ১২টার দিকে ইউনিয়ন পরিষদের সচিবের রুমে এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চেয়ারম্যান মাইনুল হাসান নিশ্চিত করেছেন।
আহতদের উদ্ধার করে স্থানীয় গ্রামীণ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।আহতরা হলেন ইউনিয়ন পরিষদের সচিব শারমিন আক্তার ও স্থানীয় বাসিন্দা আরিফুল ইসলাম।
চেয়ারম্যান মাইনুল জানান, সচিবের রুমে একটি পুরাতন ফ্যান চলমান ছিলো। সেই ফ্যান ভেঙে পরে সচিবের ঠোট কেটে গেছে। এসময় মাথা ফেটে গুরুতর আহত হয়েছেন স্থানীয় বাসিন্দা আরিফ। আরিফকে স্থানীয় গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনায় আহত স্থানীয় বাসিন্দা আরিফুল ইসলাম বলেন, ৪ মাস আগে আমি আমার জন্ম নিবন্ধন কার্ড ঠিক করার জন্য আবেদন করি। কিন্তু দীর্ঘদিনের ঠিক না হওয়ায় বুধবার ইউনিয়ন পরিষদে যাই। সচিবের সাথে কথা বলার সময় তার রুমের সিলিং ফ্যান হঠাৎ ভেঙে পড়ে।