প্রকাশ: ১ জুন ২০২১, ১১:২১
পটুয়াখালীর মহিপুরে দায়িত্বরত অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সাইদুর রহমান (৪৩) নামের এক এসআইর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল নয়টায় মহিপুরের নিজ ভাড়া বাসায় তার মৃত্যু হয়। মৃত সাইদুর বরিশাল সদর থানার নবগ্রাম রোড এলাকার মৃত মোখছেদুর রহমানের ছেলে।
মহিপুর থানার ওসি তদন্ত খোন্দকার আবুল খায়ের জানান, গতকাল সকাল থেকে সে থানায় ডিউটি অফিসারের দায়িত্ব পালন করছিলো। আজ সকালে সে অসুস্থবোধ করলে সহকর্মীরা তাকে বাসায় নিয়ে যায়। পরে বাসায় তার অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
কলাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আহমদ আলী জানান, মহিপুর থানায় তার নামাজে শেষে তাকে পটুয়াখালী পুলিশ লাইন্সে পাঠানো হবে। সেখানে তাকে গার্ড অফ ওনার প্রদান করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।