প্রকাশ: ৩১ মে ২০২১, ২০:৩৯
ঢাকার ধামরাইয়ে শরিফা (৩৫) বেগম নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্বামীকে আটক করা হয়েছে।
সোমবার (৩১মে) বিকাল তিনটার দিকে কাউকে না জানিয়ে নিহত শরিফা বেগমকে দাফন করতে চাইলে নিহতের লাশ ও তার স্বামী রফিকুলকে পুলিশ থানায় নিয়ে যায়।
নিহত শরিফা নীলফামারী জেলার ডোমরা থানার গুলনাটি গ্রামে। সে ধামরাইয়ের ইসলামপুর এলাকায় মৃত আব্দুর রহমানের বাসায় স্বামী-সন্তান নিয়ে ভাড়া বাড়িতে থাকতেন।
পুলিশ জানায়, নিহত শরীফা বেগমকে দাফন করার সময় তার গলায় দাগ দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসি। খবর পেয়ে পুলিশ ঘটনা স্তানে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে তার স্বামীকে আটক করে। এই দম্পত্তির ঘরে দুটি সন্তান রয়েছে।
এ ব্যপারে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই)আব্দুল সালাম বলেন, নিহতের মরাদেহ উদ্ধার করা হয়েছে,নিহতের গলায় দাগ রয়েছে। এ সময় তার স্বামীকে আমরা আটক করেছি ও নিহতের মরাদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।