প্রকাশ: ৩০ মে ২০২১, ১৮:৪৯
‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কী মানুষ পেতে পারে না, ও বন্ধু'। তাইতো সহানুভূতির হাত বাড়িয়ে ২৫ হাজার টাকা দিয়ে সহানুভূতির হাত বাড়িয়ে দিয়েছেন সৌদি প্রবাশি সামছুল হক পালোয়ান। কিন্তু মা মাজার হাড় বিকল হয়ে যাওয়ায় দুই সন্তানের বাবা মোঃ ছামাদ মিয়াকে বাঁচাতে প্রয়োজন আরো টাকা।
গাজীপুর জেলার কালিয়াকৈর থানার রড় গোবিন্দপুর গ্রামের আফাজ উদ্দীন গায়েনের ছেলে মোঃ ছামাদ মিয়া (৪৫)। প্রায় ৩ বছর ধরে নানা দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে প্রথমে বিভিন্ন ডাক্তার ও পরে ঢাকাতে চিকিৎসা করান।
চিকিৎসকরা জানিয়েছেন, ছামাদের মাজার হাড় ফেটে গেছে তাকে অপারেশন করাতে হবে। যা অনেক ব্যয়বহুল। করোনার এই ক্রান্তিকালে নিজের আত্মীয় স্বজনদের আয় কমে যাওয়ায় বন্ধ হয়ে গেছে সহায়তাও। আর সেই সাথে বন্ধ হয়েগেছে চিকিৎসা। তাই রোগীর অবস্থাও এখন মুমূর্ষ । তাই বাবাকে বাঁচাতে চিকিৎসা চালিয়ে অসহায় হয়ে পড়েছে তার ছেলে মনির হোসেন।
ছামাদ মিয়ার ছেলে মনির হোসেন জানান, দীর্ঘদিন ধরে চিকিৎসা চালাতে গিয়ে ইতিমধ্যেই সংসারের সব সহায়-সম্বল বিক্রি করেছেন । কিন্তু অর্থাভাবে আর চিকিৎসা করাতে না পেরে এখন বাড়িতে এনে রেখেছেন।
তিনি তার বাবা ছামাদকে বাঁচাতে সমাজের দানবীর ব্যাক্তিবর্গ সহ সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে চিকিৎসা সহযোগীতা কামনা করেছেন ।
সাহায্য পাঠাবার ঠিকানা: নগদ - বিকাশ - রকেট ০১৮১৩৭৭১০২৫