প্রকাশ: ২৯ মে ২০২১, ২০:২৮
রাজবাড়ীতে জাতীয় কল সেন্টার ”৩৩৩” এর প্রচার- প্রচারণা উপলক্ষে জেলা সাংবাদিক/গণমাধ্যাম কর্মীদের সাথে সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়।
রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে (২৯ মে) শনিবার সকাল সাড়ে ১০ টায় অফির্সাস ক্লাব মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিলসাদ বেগম।
এসময় জেলা প্রশাসক দিলসাদ বেগম সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন তিনি বলেন, জাতীয় কল সেন্টার ৩৩৩ নম্বরের মাধ্যামে দেশে এই কোভিট ১৯ এর মধ্যে এই জরুরী তথ্য সেবা চব্বিশ ঘন্টা চালু থেকে সাধারণ মানুষের সকল প্রকার সেবা দিয়ে আসছে , এর মধ্যে করোনা কালীন সময়ে যারা করোনায় অক্রান্ত হয়েছে তাদের জন্য স্বাস্থ্য সেবা দেয়া , ও যাদের বাড়ীতে খাবারের অভাব দেখা দিয়েছে তাদের জন্য খাদ্যও ত্রাণ সমাগ্রী বিনা মূল্যে বাড়ীতে বাড়ীতে পৌছে দেয়া সহ, বাল্য বিবাহ বন্ধ করা সহ সাধারণ মানুষের বিভিন্ন সামাজিক সমস্যার প্রতিকার সরকারি কর্মকর্তাদের তথ্য এবং জেলা পর্যটন সম্পর্কিত নানা তথ্য নিমিষেই মানুষের দোড়গোরায় পৌছে দেয়া হয়েছে।
এই ৩৩৩ নাম্বরের মাধ্যেমে এছাড়াও আরো সরকারের ডিজিটাল এই সেবার অওতায় জেলা প্রশাসন, রাজবাড়ী জেলার সর্বস্তরের মানুষের মধ্যে পৌছে দিচ্ছে নানা মুখী সেবা। বর্তমান কোভিট ১৯ মহামারী পরিস্থিত মোকাবেলায় জেলা গত এপ্রিল ২০২১/২০২১ মে মাসে জরুরী খাদ্য সেবা সহয়তার জন্য ৩৩৩ নাম্বর প্রাপ্ত ফোন কলের মাধ্যেমে ইতিমধ্যে পাচঁটি উপজেলায় জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন পর্যায়ের ২৯৫ জন অসহায় ও দুস্থদের মাঝে জরুরী ত্রাণ ও খাদ্য সহয়তা প্রদান করা হয়েছে ।
এদিকে বিভিন্ন উন্নয়ন ও জনসেবাসূলক কর্মকান্ড চলমান রয়েছে, সে গুলো প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জাতীয় কল সেন্টার প্রদত্ত দূর্যোগ নিত্য প্রয়োজনীয় ত্রাণ বিতরণ, সচেতনতা ক্যাম্পোইন, ভূমি ও রাজস্ব, ভূমি অফিসের যাবতীয় নাগরিক সেবা বা তথ্য প্রদান, ভোক্তা অধিকার, ভেজাল পন্য উপাদন বা বিক্রি সংক্রান্ত অভিযোগ, নিস্পতি ,বাল্য বিবাহ ,যৌতুক ,ইভটিজিং পরিবেশ দূষণ আবহাওয়া সম্পর্কিত তথ্য চোরা চালান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ জুয়া সরকারি সম্পদ দখল ও চুরি প্রতিরোধ প্রভৃতি জেলা শহরের প্রান কেন্দ্রে ডিজিটাল বিলবোর্ড স্থাপন এলইডি বোর্ড সরকারি সমস্ত অফিসের পত্রের মাধ্যেমে প্রচারণা নির্শেদ স্থানীয় পত্রপত্রিকা ডিসি রাজবাড়ী ফেজবুক পেজ সহ স্থানীয় ক্যাবল টিভি চ্যানেল সহ হ্যান বিল ও লিফলেট মসজিদসহ গ্ররুত্ব পূর্ন স্থানে প্রচারণ চালানা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, হেদায়েত আলী সোহরাফ, অতিরিক্ত জেলা প্রশাসক সহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন। প্রেস ব্রিফিং শেষে জেলা প্রশাসকের পক্ষ থেকে অসহায় হত দরিদ্র ১০ জনের মাঝে ভ্যান গাড়ী এবং ৪ জনের মাঝে রিক্সা ও ১০ জন প্রশিক্ষণ নেয়া মহিলাদের মাঝে ১০ সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
#ইনিউজ৭১/জিয়া/২০২১