প্রকাশ: ২৮ মে ২০২১, ২০:০
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর প্রধান গেটের সামনে ইটের রাস্তার উপর থেকে বৃহস্পতিবার (২৭ মে) রাত সাড়ে ১০টার দিকে জাল টাকার নোট সহ ১ জাল নোট ব্যবসায়ী কে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
তার নাম হারুন অর রশিদ (১৯)।সে ময়মনসিংহ জেলার গফরগাও উপজেলার ধোপাঘাট গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তার কাছ থেকে মোট ৪৭ হাজার ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিনগত রাত তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে এসআই সুকুমার বিশ্বাস বাদী হয়ে শুক্রবার দুপুরে থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ধৃত যুবক হারুন অর রশিদ গাজীপুরের এক অজ্ঞাত ব্যাক্তির সাথে যোগসাজস করে গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট এলাকায় জাল টাকার কারবার করে আসছিল। কাজের সুবিধার্থে সে যৌনপল্লী সংলগ্ন নর্থ বেঙ্গল আজাদের বোডিংয়ের একটি কক্ষ ভাড়া নেয়।
বৃহস্পতিবার রাত সোয়া ১০ টার দিকে জাল টাকাসহ তার অবস্হানের গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের টহল দল তাকে যৌনপল্লীর প্রধান গলির সামনে থেকে আটক করে।এ সময় তার দেহ তল্লাশী করে ৩ টি এক হাজার টাকা এবং ৬ টি ৫ শ টাকার নোটসহ মোট ৬ হাজার টাকার জাল নোট পাওয়া যায়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী তার ভাড়া নেয়া বোডিংয়ের কক্ষের বিছানার নিচ থেকে আরো ৪১ হাজার ৫ শ টাকার বিভিন্ন নোট উদ্ধার করে পুলিশ। এ সময় সে জাল টাকা কারবারি চক্রের সাথে জড়িত বলে স্বীকার করে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার দুপুরে ধৃত যুবকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫-এ ধারায় থানায় একটি মামলা (নং ৩০) দায়ের করা হয়েছে। এরপর তাকে আদালতের মাধ্যমে রাজবাড়ী জেলা কারাগারে পাঠানো হয়েছে।
#ইনিউজ৭১/জিয়া/২০২১