প্রকাশ: ২৮ মে ২০২১, ১৮:৫৭
দিনাজপুরে সাথি বেগম (২০) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ স্বামী ও শাশুড়ীকে আটক করছে পুলিশ। ওই গৃহবধূর ননদের স্বর্নের চেইনকে কেন্দ্র করে আজ শুক্রবার সকাল ১১ টায় উপজেলার জাংগই গ্রামে এ ঘটনা ঘটে।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, জাংগই গ্রামের আরিফুল ইসলামের স্ত্রী এক সন্তানের জননীকে হত্যা করা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে এসআই নিহারঞ্জন ঘটনাস্থলে গিয়ে সাথি বেগমের মরদেহ উদ্ধার করে এবং ওই ঘটনার সাথে জড়িত সন্দেহে সাথির স্বামী আরিফুল ইসলাম ও শাশুড়ী রাসেদা বেগমকে আটক করে থানায় নিয়ে আসেন।
তিনি জানান, লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর এমএম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলেই এর প্রকৃত ঘটনা জানা যাবে।
এলাকাবাসী ও সাথির পরিবারের দাবি ননদের স্বর্ণের চেইন চুরি করার মিথ্যা অপবাদ দিয়ে সাথি বেগমকে পিটিয়ে হত্যা করা হয় এবং লোকজনের কাছে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে।
অপরদিকে স্বামী আরিফুল ইসলামের পরিবার পক্ষ থেকে দাবি করা হয় সাথি অভিমান করে আত্মহত্যা করেছে।
ঘটনাস্থল পরিদর্শনকারী এসআই নিহারঞ্জন জানান, প্রাথমিক তদন্তে সাথির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সাথি বেগম হাকিমপুর উপজেলার মুশিদপুর নয়াপাড়া গ্রামের নাজিম উদ্দিনের মেয়ে। ৩ বছর আগে তাদের বিয়ে হয়। তাদের দেড় বছরের একটি পুত্র সন্তান রয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে নিহতের স্বজন সূত্র জানায়।