প্রকাশ: ২৪ মে ২০২১, ১২:২৩
নিজের চায়ের দোকানের ভিতর থেকে গলায় কাপড় পেঁচানো মাজদার রহমান (৪২) নামের এক চা বিক্রেতার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
সোমবার (২৪ মে) সকালে নাটোরের লালপুর বাজারস্ত নিহতের নিজ চা দোকান থেকে থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত মজদার নওদাপাড়া গ্রামের সাজদার রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে লালপুর বাজারের নিহত মাজদারের নিজস্ব চায়ের দোকানের ভিতরে গলায় কাপড় পেঁচানো ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে থানার পুলিশ মাজদারের ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
লালপুর থানার ওসি ফজলুর রহমান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চত করে জানান, 'নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।'