প্রকাশ: ১৭ মে ২০২১, ১৪:০
আশাশুনি উপজেলা সদরে উপজেলা সড়কের দুরাবস্থায় নিয়মিত দুর্ঘটনা ঘটে চললেও দেখার কেউ নেই। ব্যস্তকম সড়কে দুরাবস্থার ফাঁদে পড়ে ভোগান্তির শিকার পথচারী ও যানবাহন চালকরা নিয়মিত নাজেহাল হচ্ছে। আশাশুনি বাজারের মধ্যে উপজেলা গামী প্রধান সড়কে থানার গেট পেরিয়ে জনতা ব্যাংক মোড়ে আশাশুনি সরকারী হাইস্কুলের গেটের ঠিক সামনেই সড়কের দুর্গতি।
সড়কটি সংস্কারের নামে দীর্ঘদিন খুড়ে ও সামান্য কাজ করে ফেলে রাখায় দুর্গতি বড় হয়ে উঠেছে। ব্রীজ থেকে নেমে আসা যানবাহন যেগুলো বাজারের ভিতর দিয়ে ঐ মোড়ে পৌছায় তারা ঠিক স্কুল মোড়ে গিয়ে দুরাবস্থাগ্রস্ত পয়ঃ নিস্কাশন ড্রেনের উচু স্থান অতিক্রম করতে হয়। অপরদিকে ইউনিয়ন পরিষদ হয়ে থানার সামনে দিয়ে ঐ একই মোড়ে দিয়ে উপজেলায় গমন করে। ব্যস্ততম এই মোড়ে সেকেন্ড সেকেন্ডে বহু যানবাহনের ক্রসিং, ওভারটেকিং, রাস্তা পরিবর্তনের মত সমস্যাসংকুল কাজটি হয়ে থাকে।
স্কুলের শত শত শিক্ষার্থীও এই মোড়ে সাইকেলে ও পায়ে হেটে বা ভ্যানে চেপে মোড়টি অতিক্রম করে থাকে। এহেন ব্যস্ততম রাস্তটির পুরো একটি রাস্তা অতিক্রম করেছে পয়ঃ নিস্কাশন ড্রেন। ড্রেনের ¯েøাব ২ থেকে ৪ ইঞ্চি ভেঙে যাওয়ায় সেখান থেকে প্রতিদিন অসংখ্য ভ্যান, ইঞ্জিন ভ্যান, ইজিবাইক, সাইকেল, মোটরসাইকেল উঠানামা করতে গিয়ে চাকা/হাইড্রোলিকে অস্বাভাবিক ধাক্কা পেয়ে বিপত্তিকর পরিস্থিতির সৃষ্টি করে থাকে। অনেক ক্ষেত্রে দুর্ঘটনার কারণ হয়ে থাকে।
তাছাড়া মোড়টি সংকীর্ণতা দু’পাশের যানবাহনের উপস্থিতি দেখতে না পারায় দুর্ঘটনা ও বিপত্তিকর পরিস্থিতি সহজেই ঘটতে সহায়তা করে। মাত্র কয়েক ফুট খোয়া, বালি ও সিমেন্ট দিয়েই জনগণকে এই চরম দুর্ভোগ থেকে সহজেই রেহাই দেওয়া যায়। একাজটি করার সাথে সাথে মোড়ের সমস্যা
নিরসনে উদ্যোগ গ্রহন এবং সড়কের বন্দ হয়ে যাওয়া কাজ দ্রুত শুরু করার জন্য উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসনসহ উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
#ইনিউজ৭১/এনএইচএস/২০২১