প্রকাশ: ১৭ মে ২০২১, ১২:৪৮
জয়পুরহাটের পাঁচবিবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা ও আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪০ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
আজ সোমবার (১৭ মে) সকালে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে পৌর পার্কে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পনের মাধ্যমে দিয়ে দিবসটি পালন করা হয়।
এসময় সেখানে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব হাবিবুররহমান হাবিব, সিনিয়র সহ-সভাপতি মীর রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক ও বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, আওয়ামীলীগ নেতা ও প্যানেল মেয়র নুর হোসেন, সাংগাঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, জেলা পরিষদের মহিলা সদস্য রেবেকা সুলতানা, কাউন্সিলর মিনুসহ দলীয় ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
#ইনিউজ৭১/এনএইচএস/২০২১