প্রকাশ: ১২ মে ২০২১, ১৪:৪
পটুয়াখালীর কলাপাড়ায় শিকলে বন্দি মানসিক ভারসাম্যহীন মাকে নিয়ে অসহায় থাকা শিশু রুবিনাকে ২০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেছেন লন্ডন প্রবাসী ফজলুল হক।
বুধবার বেলা বারোটায় উপজেলা পরিষদ হলরুমে ফজলুল হকের পক্ষে এ অর্থ সহায়তারুবিনার হাতে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহম্মদ শহিদুল হক।
এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাহিদ রিপন, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি বুলেট আকন ও স্থানীয় সমাজ কর্মী হাসান পারভেজ।
গত বছর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় ‘মানসিক ভারসাম্যহীন মাকে নিয়ে ভিক্ষায় চলে জীবন’ এমন সংবাদ প্রচারিত হয়। পরে উপজেলা পরিষদের পক্ষ থেকে রুবিনাদের জমিসহ একটি ঘর প্রদান করেন।সর্বশেষ তাদের এ অর্থ সহায়তা প্রদান করা হয়।
#ইনিউজ৭১/এনএইচএস/২০২১