চুয়াডাঙ্গা সদর হাসপাতালে একটি অক্সিজেন সিলিন্ডারসহ ফ্লো মিটার খুঁজে পাওয়া যাচ্ছে না।
শুক্রবার (৭ মে) রাতে হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডের এক রোগীকে অক্সিজেন দিতে গিয়ে ওই অক্সিজেন সিলিন্ডারটি খুঁজে পায়নি সেবিকারা। বিষয়টি জানাজানি হলে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে প্রশ্ন তুলছেন সচেতন মহল।
করোনাভাইরাস মহামারির সময়ে হাসপাতাল থেকে অক্সিজেন সিলিন্ডার গায়েব নিয়ে নানা সমালোচনা শুরু হয়েছে। অবশ্য বিষয়টির দায় স্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার (৬ মে) রাত থেকেই সিলিন্ডারটি খুঁজে পাওয়া যাচ্ছে না। রোগীর স্বজনরা সিলিন্ডারটি নিয়ে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত এক আওয়ামী লীগ কর্মীকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী রেফার্ড করা হয়। তার সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় অক্সিজেন চলছিল। রাতে তাকে সরকারি অ্যাম্বুলেন্সযোগে রাজশাহী নেয়ার সময় হাসপাতাল গেট থেকে অক্সিজেন সিলিন্ডারটি হারিয়ে যায়।
হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্স চালক সাকু রহমান জানান, অ্যাম্বুলেন্সে আগে থেকেই একটি অক্সিজেন সিলিন্ডার রয়েছে। আর ওই রোগীকে রাজশাহী নেয়ার সময় হাসপাতালের কোনো অক্সিজেন সিলিন্ডার নতুন করে দেয়া হয়নি।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. এএসএম ফাতেহ আকরাম জানান, একটি অক্সিজেন সিলিন্ডার খুঁজে পাওয়া যাচ্ছে না বলে সার্জারি ওয়ার্ডের সেবিকারা জানিয়েছে।
ধারণা করা হচ্ছে অন্য কোনো ওয়ার্ডে বা রোগীর স্বজনরা সিলিন্ডারটি নিয়ে যেতে পারে। আমরা রোগীর স্বজনদের খবর দিয়েছি। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করা হচ্ছে।