প্রকাশ: ১ মে ২০২১, ১৩:২৭
২০২০-২২১ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে চান্স পেয়েও ভর্তি অনিশ্চিত হওয়ার দিনাজপুরের মেধাবী শিক্ষার্থী রিফাত আহমদের পাশে দাঁড়ালো জেলা পুলিশ পঞ্চগড়৷ গত বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে জেলা পুলিয় সুপার কার্যালয়ে রিফাতের হাতে তার মেডিকেল ভর্তির জন্য নগদ টাকা তুলে দেয়া হয়৷
জানা গেছে,রিফাত আহমদের বাড়ি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার দক্ষিণ সুজালপুর এলাকার আলতাফ হোসেনের ছেলে । তার বাবা এক স্থানীয় চাল ব্যবসায়ীর চাতালে কাজ করেন। দুই ভাইয়ের মধ্যে রিফাত ছোট। তার বড় ভাই জাহাঙ্গীর নগর বিশ্ব বিদ্যালয় বাংলা বিভাগের অর্নাস চতুর্থ বর্ষের অধ্যায়নরত।
অদম্য মেধাবী শিক্ষার্থী রিফাত ছোট বেলা থেকেই লেখাপড়ায় বেশ মনোযোগী ছিলেন। যদি দরিদ্র পরিবারে তার জন্ম তবে স্বপ্ন দেখেছিল উচ্চ। বড় হয়ে একজন মানবিক চিকিৎসক হবেন। সে বীরগঞ্জ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে জেএসসিতে জিপিএ -৫ এবং ট্যানেন্টপুলে বৃত্তি পায় এবং একই বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় সে জিপিএ -৫ ও ট্যানেল্টপুলে বৃত্তি পেয়ে দ্ররিদ্রতার মাঝেও সৈয়দপুর সরকারী বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ -৫ পেয়ে উত্তীর্ণ হয়।
জানা য়ায়, রিফাত আহমেদ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে সুযোগ পেলেও গরীব মেধাবী শিক্ষার্থী রিফাত ভর্তির টাকা জোগার করতে না পারায় তার মেডিকেল ভর্তি অনিশ্চিত হয়ে পড়ে।
উক্ত বিষয়টি ফেসবুকে দেখে জেলা পুলিশ মিডিয়া সেলের কর্মরত এটিএসআই শেখ মোস্তাফিজুর রহমান নজরে আসলে তিনি বিষয়টি নিয়ে অফিসে আলোচনা করেন এবং রিফাতের সাথে যোগাযোগ করেন এবং তার ভর্তির খরচ দিতে চাইলে এসময় জেলা পুলিশ মিডিয়া সেলের দায়িত্বরত এসআই জোবায়ের আরিফীন মানবিক কাজে এগিয়ে আসেন এবং অনুপ্রাণিত হয়ে মেধাবী ছাত্র রিফাত আহমদের ভর্তির টাকা সহায়তা করার আশ্বাস দেন৷
পরে আজ দুপুরে রিফাত আহমদ জেলা পুলিশ সুপারে কার্যালয়ে আসলে তাকে জেলা স পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানায় জেলা পুলিশ মিডিয়া সেলের কর্মরত এটিএসআই মোস্তাফিজুর রহমান ও জেলা পুলিশ মিডিয়া সেলের দায়িত্বরত এসআই জোবায়ের আরিফীন। পরে তারা রিফাতের মেডিকেল ভর্তির খরচ বাবদ নগদ টাকা তুলে দেন৷
এবিষয়ে রিফাত আহমেদ জানান,আমার বাবার ইচ্ছে ছিল আমি চিকিসক হই কিন্তু আমার বাবার সার্মথ্য নেই আমার লেখাপড়া খরচ চালানোর। টাকার জন্য আমি মেডিকেলে সুযোগ পেয়েও ভর্তি পারছিনা। আমার স্বপ্ন পুরণে জেলা পুলিশ পঞ্চগড় এগিয়ে এসেছে তার জন্য আমি তাদের কাছে চির কৃতজ্ঞ। আজ মানবিক পুলিশ সদস্য আমার পাশে এসে না দাড়ালে হয়তো আমার স্বপ্নটা বা মেডিকেল ভর্তি হওয়ার সুযোগ হতো না ৷ আজ তারা আমাকে আামর বাড়িতে থেকে ডেকে নিয়ে আমার ভর্তি খরচ দিয়েছে তাই আমি কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের।
জেলা পুলিশ মিডিয়া সেলের দায়িত্বরত এসআই জোবায়ের আরিফীন জানান, রিফাতের স্বপ্ন ভেঙে যাচ্ছে এমন খবর খবর ফেসবুকে আমরা দেখার পর তার স্বপ্ন পূরণের চেষ্টা করছি আমরা। আমরা চাই রিফাতের মতো মেধাবী গরীব শিক্ষার্থীও শিক্ষিত হয়ে দেশের সেবা করুক৷ আমরা রিফাতের মঙ্গল কামনা করছি। পরবর্তীতে তার কোন সহযোগিতা প্রয়োজন হলে আবারো আমরা জেলা পুলিশ পঞ্চগড় পাশে দাড়াবো।
এদিকে পঞ্চগড় জেলা পুলিশ মিডিয়া সেলের কর্মরত এটিএসআই শেখ মোস্তাফিজুর রহমান জানান, রিফাত আহমদ নামে ওই গরীব মেধাবী শিক্ষার্থী মেডিকেল সুযোগ পেয়েও টাকার অভাবে ভর্তি হতে পারছে না এমন খবর আমরা ফেসবুকে দেখে আমরা জেলা পুলিশের পক্ষ থেকে রিফাত ও তার বাড়িতে যোগাযোগ করি। পরে রিফাত আজ আমাদের পঞ্চগড়ে আসলে তার হাতে আমরা তার মেডিকেল ভর্তির খরচ তুলে দেই৷
#ইনিউজ৭১/জি/হা/২০২১