চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া নির্ধারিত সময়ের কিছুদিন পর শুরু হওয়ায় আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে আরও ১ সপ্তাহ। ফলে পূর্বে নির্ধারিত ৩০ এপ্রিল থেকে গিয়ে আবেদনের সময় শেষ হচ্ছে আগামী ৭ মে রাত ১১ টা ৫৯ মিনিটে। তবে টাকা জমা দেওয়া যাবে ৯ মে রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত। ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণের শুরুর ১৬ দিনেই আবেদন জমা পরেছে ১ লাখ ৬২ হাজার ৭৫৮ ভর্তিচ্ছু শিক্ষার্থী।
গতকাল বুধবার (২৮ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি আমাদের নিশ্চিত করেছেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর এস এম সালামত উল্যা ভূঁইয়া।
প্রফেসর এস এম সালামত উল্যা ভূঁইয়া বলেন, " পূর্বে নির্ধারিত সময়ের পাঁচদিন পর আবেদন শুরু হওয়ায় এবং দুইদিন সার্ভারে ঝামেলা করায় আবেদনের সময় এক সপ্তাহ বাড়ানো হয়েছে। ফলে আবেদনের সময় শেষ হচ্ছে আগামী ৭ মে রাত ১১ টা ৫৯ মিনিটে। তবে তবে ৯ মে রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত টাকা জমা দেওয়া যাবে"বিশ্ববিদ্যালয় তথ্য মতে গতকাল বুধবার বিকেল ৫.০০ পর্যন্ত ভর্তি ইচ্ছু ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছে ১ লাখ ৬২ হাজার ৭৫৮ জন শিক্ষার্থী।
এর মধ্যে,,
‘এ’ ইউনিটে আবেদন করেছেন ৬০ হাজার ১২৪ জন, ‘বি’ ইউনিটে আবেদন করেছেন ৩৭ হাজার ৬০৬ জন, ‘সি’ ইউনিটে আবেদন করেছেন ১১ হাজার ৯৩৩ জন,
‘ডি’ ইউনিটে আবেদন করেছেন ৪৪ হাজার ৫৬৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। অন্যদিকে দুটি উপ ইউনিটের মধ্যে ‘বি-১’ ইউনিটে আবেদন করেছেন ২ হাজার ৮০৫ জন, ও ‘ডি-১’ ইউনিটে আবেদন করেছেন ৩ হাজার ৮২৫ জন শিক্ষার্থী।
উল্লেখ্য, এবার প্রতিটি ইউনিটেই আবেদনের ন্যূনতম জিপিএ অন্তত শূন্য দশমিক ৫০ বাড়ানো হয়েছে। শুধুমাত্র যারা ২০১৮ সালে মাধ্যমিক ও ২০২০ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারাই এবার ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। গত ১২ এপ্রিল সকাল সাড়ে দশটায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষার অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়।
#ইনিউজ৭১/জি/হা/২০২১