প্রকাশ: ২৮ এপ্রিল ২০২১, ১:১৮
কোনো ট্যাগ পাওয়া যায়নি
বরিশালে গভীর রাতে পৃথক দুটি স্থানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ (বুধবার ২৮ এপ্রিল) রাত আনুমানিক ১১ টা ২৫ এর দিকে, বটতলা চৌরাস্তা মোড়ের অগ্রণী ব্যাংক সংলগ্ন একটি টিনশেড লেপ তোষকের দোকানে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট প্রায় আধাঘন্টা পর আগুন নেভাতে সক্ষম হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি তবে লেপ তোষকের দোকান সহ অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে । দোকান মালিক হাবিব বলেন, তার দোকানে প্রায় ২ লক্ষাধীক টাকার মালামাল পুরে ছাই হয়েছে। তিনি ধারনা করছেন বৈদ্যুতিক শর্টসার্কিটের কারনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এদিকে রাত সোয়া ১২টার দিকে নগরীর জিয়া সড়ক এলাকায় টিভিএস মোটর সাইকেলের শো-রুমে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১০/১৫টি মোটর সাইকেল পুড়ে গেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ কর্মীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত (রাত ১টা) ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।