প্রকাশ: ২৭ এপ্রিল ২০২১, ২০:২৫
বঙ্গবন্ধু পরিষদ রূপালী ব্যাংক ব্যাংক লিঃ, আঞ্চলিক পরিষদ, বরিশাল এর কমিটি গঠিত হয়েছে। বরিশাল বঙ্গবন্ধু পরিষদ রূপালী ব্যাংক ব্যাংক লিঃ, আঞ্চলিক পরিষদ, বরিশাল এর আয়োজনে শুক্রবার সকাল ১১ টায় বরিশাল বিডিএস মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদ, বরিশাল আঞ্চলিক পরিষদের সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন।
সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মোর্শেদ হাসান আনছারীর সঞ্চালনায় সভায় বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক রূপালী ব্যাংকে কর্মরত সর্বস্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন বঙ্গবন্ধু পরিষদ রূপালী ব্যাংক ব্যাংক লিঃ, আঞ্চলিক পরিষদ, বরিশাল এর নতুন কমিটি গঠনের জন্য সভায় উপস্থিত কর্মকর্তাদের মতামত দেয়ার অনুরোধ করেন। এ সময় গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরে বক্তব্য প্রদান করেন মোঃ মোর্শেদ হাসান আনছারী, খান নাছিম পারভেজ, মোঃ রোমান, কাজী সুজন। শেষে সকলের বক্তব্যের আলোকে সভার সভাপতি নতুন কমিটি গঠন করার লক্ষ্যে বিপুল কৃষ্ণ সন্নামতকে দায়িত্ব দিয়ে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
বিপুল কৃষ্ণ সন্নামত চার সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ ও সাতাশ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের প্রস্তাব সভায় উপস্থাপন করলে উপস্থিত কর্মকর্তাদের বিপুল করতালি ও শ্লোগানের মাধ্যমে তা গৃহীত হয়।
এতে উপ-মহাব্যবস্থাপক, জোনাল ম্যানেজার, বরিশাল রোকনুজ্জামানকে প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পদে নির্বাচিত হন বিপুল কৃষ্ণ সন্নামত (সহকারি- মহাব্যবস্থাপক), মোঃ মোর্শেদ হাসান আনছারী (সিনিয়র প্রিন্সিপাল অফিসার), মোঃ মাওলাদ হোসেন নাসিম (সিনিয়র প্রিন্সিপাল অফিসার)।
বঙ্গবন্ধু পরিষদ রূপালী ব্যাংক ব্যাংক লিঃ, আঞ্চলিক পরিষদ, বরিশাল এর নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হন খান নাসিম পারভেজ (সিনিয়র প্রিন্সিপাল অফিসার), কার্যকরী সভাপতি মোঃ রফিকুল ইসলাম (সিনিয়র প্রিন্সিপাল অফিসার), সহ-সভাপতি সঞ্জয় কুমার সরকার (সিনিয়র প্রিন্সিপাল অফিসার), সহ-সভাপতি মনি সরকার (সিনিয়র প্রিন্সিপাল অফিসার),
সহ-সভাপতি মোঃ রোমান (সিনিয়র প্রিন্সিপাল অফিসার), সাধারণ সম্পাদক মোঃ মাছুম (সিনিয়র প্রিন্সিপাল অফিসার), যু¤œ- সাধারণ সম্পাদক এম এ রাজ্জাক মুন্সী (প্রিন্সিপাল অফিসার), সহ সাধারণ সম্পাদক মোঃ রকিব হাসান (সিনিয়র অফিসার), সহ সাধারণ সম্পাদক মোঃ হানিফ মাহমুদ খান (সিনিয়র অফিসার),
সাংগঠনিক সম্পাদক কাজী সুজন (সিনিয়র অফিসার), অর্থ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম (প্রিন্সিপাল অফিসার), দপ্তর সম্পাদক এইচ এম মনিরুজ্জামান (প্রিন্সিপাল অফিসার), প্রচার সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ (সিনিয়র অফিসার),
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মানিক লাল দত্ত (সিনিয়র প্রিন্সিপাল অফিসার), ক্রীড়া সম্পাদক মোঃ আসিফ ইকবাল (সিনিয়র অফিসার), সমাজ কল্যান সম্পাদক মোঃ সাইদুল ইসলাম (সিনিয়র অফিসার), মহিলা বিষয়ক সম্পাদক মোসাঃ খাদিজা আক্তার (সিনিয়র অফিসার)।
এছাড়া সদস্য হিসেবে নির্বাচিত হন, শেখ সাইফুল ইসলাম (সিনিয়র প্রিন্সিপাল অফিসার), জয়ন্ত হালদার (সিনিয়র প্রিন্সিপাল অফিসার), রনজিত কুমার বিশ্বাস (সিনিয়র প্রিন্সিপাল অফিসার), জয়ন্ত হালদার (সিনিয়র প্রিন্সিপাল অফিসার),
প্রসেঞ্জিত বসু (সিনিয়র অফিসার), সন্দীপ সাহা (প্রিন্সিপাল অফিসার), মাহাবুব জামিল (সিনিয়র অফিসার), মোঃ রেজাউল করিম (সিনিয়র অফিসার), অমল সরকার (সিনিয়র অফিসার), দিলীপ মৃধা (সিনিয়র অফিসার), আশরাফ সিদ্দিকী (সিনিয়র অফিসার)।