প্রকাশ: ২৫ এপ্রিল ২০২১, ১৫:৫
ঝিনাইদহ শহরে দোকান-পাট খোলার সংবাদে শহরে বেড়েছে মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো। ইজিবাইক, রিক্সায় চলাচলের সাথে শুরু হয়েছে যানজট। এতে শহরের প্রায় সব দোকানে উপচে পড়া ভীড়। বিশেষ করে মহিলা ক্রেতাদের ভীড় সামাল দেওয়া কষ্ট।
স্বাস্থ্যবিধি মেনে বেচা কেনার কথা থাকলেও ব্যবসায় প্রতিষ্ঠানগুলোতে তা মানা হচ্ছে না। বিশেষ করে পোশাকের দোকানে উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। শহরের কেপি বসু সড়ক, গীতাঞ্জলী সড়ক ও মুন্সি মার্কেটের দোকানে ভীড় করছেন নানা শ্রেণী পেশার মানুষ। এদিকে, স্বাস্থ্যবিধি মেনে চলতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে বিভিন্ন এলাকায়।
#ইনিউজ৭১/জিহাদ/২০২১