প্রকাশ: ২৪ এপ্রিল ২০২১, ২২:৩৮
কোনো ট্যাগ পাওয়া যায়নি
টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমোরা ২৭নং রোহিঙ্গা ক্যাম্প ও ক্যাম্প সংলগ্ন পাহাড়ে পুলিশ ও এপিবিএন পুলিশ সদস্যরা ড্রোনের সাহায্যে যৌথ অভিযান চালিয়েছে।
এসময় ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৬রাউন্ড কার্তুজ ও ৫টি রামদা উদ্ধার করেছে। এরপর ক্যাম্পে শান্তি-শৃংখলা ও নিরাপত্তা রক্ষায় বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
২৪ এপ্রিল শনিবার ভোর হতে কক্সবাজার জেলা পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান এবং ১৬ ব্যাটালিয়ন এপিবিএন পুলিশের অধিনায়ক এসপি মোঃ তারিকুল ইসলাম তারিকের নেতৃত্বে বিশেষায়িত কমান্ডো টিম ৩ শতাধিক পুলিশ সদস্য বিশেষ ড্রোনের মাধ্যমে সন্ত্রাসীদের আস্তানা ও গতিবিধি পর্যবেক্ষণ করে আস্তানায় অভিযান চালিয়ে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র,শর্টগানের ৬টি কার্তুজ ও ৫টি রামদা উদ্ধার করা হয়েছে।
অভিযান শেষে দুপুরে ২৭নং রোহিঙ্গা ক্যাম্পের মাঝিদের নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে অপরাধীদের দমনে শান্তিপ্রিয় রোহিঙ্গা নেতাদের অপরাধী দমনে সহায়তার আহবান জানানো হয়। এই ক্যাম্পের অপরাধ দমনে জেলা পুলিশ ও এপিবিএন পুলিশকে সহায়তার আহবান জানানো হয়।