নাটোরের লালপুরে গলায় ফাঁস লাগিয়ে অন্তর আলী (১৯) নামের এক যুবক আত্মহত্যা করেছে। সে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের ওমরপুর গ্রামের আনিছুর রহমানের ছেলে।
শনিবার (২৪ এপ্রিল) দুপুরে এই ঘটনা ঘটে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে মোবাইলের টাকা চাওয়া বিষয় কেন্দ্র করে মায়ের সাথে কথাকাটি হয়। এ অভিমানে পরিবারের সকলের অগোচরে অন্তর তার নিজ ঘরের দরজা বন্ধ করে ঘরের ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। টের পেয়ে এলাকাবাসি ও পরিবারের লোকজন এসে ঘরের দরজা ভেঙ্গে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।
লালপুর থানার ওসি ফজলুর রহমান জানান, খবর পেয়ে দুপুরে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।