প্রকাশ: ২৪ এপ্রিল ২০২১, ১৬:৫২
ঢাকার ধামরাইয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে আন্তর্জাতিক সাহায্য সংস্থা কাতার চ্যারিটি- বাংলাদেশ এর অর্থায়নে উপজেলার ''মারকাজ মুহাম্মদ বিন আজ্জাজ আল কুবাইসী এতিমখানা'' অধিনস্থ এতিম, দুস্থ ছাত্র-ছাত্রীসহ কিছু হতদরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২৪ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার বরাটিয়া ''মারকাজ মুহাম্মদ বিন আজ্জাজ আল কুবাইসী এতিমখানা'' এর মাঠে ১ হাজার পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
মহামারী করোনার এসময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধিনিষেধ মেনে এতিম, দুস্থ ছাত্র-ছাত্রী ও হতদরিদ্র ১ হাজার পরিবারের মাঝে ২৫ কেজি চাউল, ৫ লিটার সয়াবিন তেল, ৩ কেজি ছোলাবোট, ৩ কেজি ডাল, ২ কেজি চিনি, ১ কেজি লবণ, ২ কেজি পিঁয়াজ ও ১ কেজি করে খেজুর বিতরণ করা হয়েছে।
প্রতিষ্ঠানটির সভাপতি জনাব মুফতি মঞ্জুরুল হক, ইফতার বিতরণ অনুষ্ঠানে আগত সকলকে শুভেচ্ছা জানান। এবং সময় উপযোগী এই ইফতার সামগ্রী বিতরণের জন্য কাতার চ্যারিটিকে ধন্যবাদ জানিয়ে আরো বলেন, উক্ত প্রতিষ্ঠানে পিতৃহীন এতিম ছাত্র-ছাত্রীদের সম্পূর্ণ বিনামূল্যে লেখাপড়া ও সার্বিক সহযোগিতা প্রদান করা হয়। অতএব আপনাদের পরিচিত এতিম ছাত্র-ছাত্রীদের উক্ত প্রতিষ্ঠানে পাঠানোর জন্য অনুরোধ করছি। পরিশেষে উপস্থিত সকলকে স্বাস্থ্য বিধি মেনে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে ইফতার সামগ্রী বিতরণ করা শুরু করেন এবং সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়।
ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন, উক্ত প্রতিষ্ঠানের পরিচালক জনাব মাওলানা মাহমুদুল হাসানসহ অন্যাঅন্য শিক্ষক মণ্ডলী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।