https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় ইজিবাইক চালক নিহত

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২১, ১০:৪০

শেয়ার করুনঃ
কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় ইজিবাইক চালক নিহত

গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় ইজিবাইক চালক নিহত হয়েছে। শনিবার সকালে(২৪ এপ্রিল) কালিয়াকৈর টু মাওনা আঞ্চলিক সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন, টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার আজগানা গ্রামের  বাসেদ খানের ছেলের মান্নান খান (৩২)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় ,কালিয়াকৈর থেকে ইজি বাইক নিয়ে মান্নান আজগানার দিকে যাচ্ছিল। ইজিবাইকটি যখন কালিয়াকৈর টু ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের কুতুবদিয়া হাজিরপুকুর নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে দেয়ে আসা কালিয়াকৈর গামি একটি মালবাহী( ঢাকা মেট্রো ট ১৬-১২৪২) নাম্বারের ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

পরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইজিবাইক চালক মান্নান ঘটনাস্থলে নিহত হয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা কবিরুল আলম ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে কালিয়াকৈর থানায় হস্তান্তর করে। এই ঘটনায় কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম জন বলেন, ঘাতক ট্রাকচালক পালিয়েছে তবে ট্রাকটিকে জব্দ করা হয়েছে । লাশ  ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে।

#ইনিউজ৭১/জিহাদ/২০২১

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

এ সম্পর্কিত আরও পড়ুন

 হিলি স্থলবন্দর পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

হিলি স্থলবন্দর পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

দিনাজপুরের হিলি স্থলবন্দর, ইমিগ্রেশন ও কাস্টমস কার্যক্রম ঘুরে দেখেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। বুধবার দুপুরে তিনি রাজশাহী থেকে সরাসরি হিলিতে এসে এই পরিদর্শন কার্যক্রম শুরু করেন।   পরিদর্শনকালে তাকে ফুলেল শুভেচ্ছা জানায় হিলি ইমিগ্রেশন, কাস্টমস, পোর্ট কর্তৃপক্ষসহ স্থানীয় ব্যবসায়ী নেতারা। পরে তিনি হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ও কাস্টমস কার্যক্রম প্রত্যক্ষ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

নওগাঁয় স্বামীর স্বীকৃতির দাবিতে সংবাদ সম্মেলন

নওগাঁয় স্বামীর স্বীকৃতির দাবিতে সংবাদ সম্মেলন

নওগাঁয় স্বামীর স্বীকৃতি আদায়ের দাবিতে মৌসুমী খাতুন নামের এক নারী সংবাদ সম্মেলন করেছেন। তিনি অভিযোগ করেছেন, স্বামী সোহেল রানা চয়ন সরকারি চাকরি পাওয়ার পর তাকে অস্বীকার করছেন। মৌসুমী খাতুন শহরের কোমাইগাড়া (কাটিয়াপাড়া) মহল্লার মনছুর আলীর মেয়ে। তিনি জানান, ২০২২ সালে পারিবারিকভাবে সোহেল রানা চয়নের সাথে তার বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকেই স্বামী ও তার পরিবারের সদস্যদের দ্বারা শারীরিক ও মানসিক নির্যাতনের

দুমকিতে আওয়ামী লীগ সভাপতির গ্রেফতারে চাঞ্চল্য

দুমকিতে আওয়ামী লীগ সভাপতির গ্রেফতারে চাঞ্চল্য

পটুয়াখালীর দুমকি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে র‍্যাব। এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা গুঞ্জন ও আলোচনার ঝড়। মঙ্গলবার বিকালে তাকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে র‍্যাব সদস্যরা আটক করেন। পরে আটককৃত আবুল কালাম আজাদকে দুমকি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। জানা গেছে, আবুল কালাম আজাদ উপজেলা বিএনপি অফিস ভাংচুর মামলার ১ নম্বর এজাহারভুক্ত আসামি ছিলেন। এই

নওগাঁয় পৃথক ঘটনায় দুই জনের মরদেহ উদ্ধার

নওগাঁয় পৃথক ঘটনায় দুই জনের মরদেহ উদ্ধার

নওগাঁর সদর ও মান্দা উপজেলায় পৃথক দুইটি ঘটনায় দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে এ দুই উপজেলার ভিন্ন ভিন্ন স্থান থেকে মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত দুই জনের মধ্যে একজন নওগাঁ সদর উপজেলার তিলকপুর ইকরতারা গ্রামের বাসিন্দা জামাল (৫২)। তিনি পেশায় একজন শ্রমিক ছিলেন। অন্যজন মান্দা উপজেলার চকউলি গ্রামের বাসিন্দা আব্দুল খালেকের ছেলে

ছাত্রলীগ কর্মী গ্রেফতার: জয় বাংলা ক্যাম্পেইন ও হামলার অভিযোগ

ছাত্রলীগ কর্মী গ্রেফতার: জয় বাংলা ক্যাম্পেইন ও হামলার অভিযোগ

পিরোজপুরের ইন্দুরকানীতে ছাত্রলীগ কর্মী মো. মাহিন হাওলাদার (২০) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ এপ্রিল) উপজেলার বালিপাড়া বাজার থেকে তাকে আটক করা হয়। বুধবার (৯ এপ্রিল) তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।   মাহিন বালিপাড়া ইউনিয়নের পূর্ব চর বলেশ্বর গ্রামের মো. জাকির হাওলাদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গত জুলাই-আগস্টে তিনি বালিপাড়া বাজারের বিভিন্ন স্থানে 'জয় বাংলা' লিখে ছবি তুলে কেন্দ্রীয় ছাত্রলীগের