প্রকাশ: ২৪ এপ্রিল ২০২১, ১০:৩৬
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বৃহত্তর দৌলতদিয়া ফেরিতে প্রভাব খাটিয়ে জোড়পূর্বক টিকিট ছাড়াই পণ্যবাহী ট্রাক তোলার চেষ্টায় পল্টুনের লষ্কর মোহসিন মোল্লা (২৯) বাধা দেওয়ায় মারধরের অভিযোগ উঠেছে।শুক্রবার (২৩ এপ্রিল) মোহসিন মোল্লা গোয়ালন্দ ঘাট থানায় মো. বিপ্লব ও ৩-৪ অজ্ঞাতনামা সহ ট্রাক দালালের বিরুদ্ধে মামলা করেছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ঘটনার দিন তিনি ঘাটে টিকিট চেকারের কাজে নিয়োজিত ছিলেন। রাত সাড়ে ১১টার দিকে ওই ঘাটের এ্যাপ্রোচ সড়কের কাঁচা রাস্তা দিয়ে একটি পণ্যবাহী ট্রাক ফেরিতে ওঠার চেষ্টা করে । এ সময় ওই ট্রাকটিতে পারাপারের টিকিট ছিল না।লস্কর টিকিট কাটতে বললে কয়েকজন দালালের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়।
এক পর্যায়ে দালালরা টিকিট ছাড়াই জোরপূর্বক ট্রাকটি ফেরিতে তোলার চেষ্টা করলে মোহসিন মোল্লা বাধা দেন। এতে বিপ্লবের নেতৃত্বে সংঘবদ্ধ দালাল চক্র তাঁকে কিল-ঘুষি মারতে শুরু করে। এ সময় লোকজন এগিয়ে এলে দালালেরা তাকে ভয়ভীতি দেখিয়ে চলে যায়।
এ ঘটনার পর ঘাট পন্টুনের ইনচার্জ মখলেছুর রহমান স্থানীয় লোকজনের সহযোগিতায় মোহসিন মোল্লাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।এ বিষয়ে বিআইডব্লিউটিসি'র দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহা-ব্যবস্থাপক ফিরোজ শেখ বলেন,লকডাউন চলাকালীন গত কয়েকদিন দিনের বেলায় পন্যবাহী যানবাহন পারাপার বন্ধ রাখা হচ্ছে।
এ কারনে রাত হলেই পণ্যবাহী গাড়ি পার করতে বেপরোয়া হয়ে উঠে দালাল চক্র। এই চক্রের কাজে বাঁধা দেয়ায় তারা কর্তব্যরত লস্করকে মারধর করে।গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, সরকারি কাজে বাধা ও মারধরের অভিযোগে মামলা হয়েছে। অভিযুক্ত দালাল চক্রকে গ্রেফতার করতে পুলিশ চেষ্টা করছে।
#ইনিউজ৭১/জিহাদ/২০২১