প্রকাশ: ২৩ এপ্রিল ২০২১, ২১:১২
গায়ক মাইনুল আহসান নোবেল সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। আর এ দুর্ঘটনার বিষয়টি তিনি নিজেই তার ফেসবুকে পোস্ট করেছেন। বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতে বাম চোখে ব্যান্ডেজ করা একটি ছবি ফেসবুকে শেয়ার করেন নোবেল।
তিনি লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। শুভ রাত্রি। সড়ক দুর্ঘটনায় রাস্তাটি গুরুতরভাবে আহত হয়েছে। রাস্তাটির জন্য দোয়া করবেন।’ এ ধরণের পোস্টের কারণে গুরুত্ব দেয়নি নেটিজেনরা। ফলে এ পোস্টে হাহা রিয়েক্টও দিয়েছেন অনেকে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩০ হাজার হাহা রিয়েক্ট পড়েছে পোস্টটিতে।
শুক্রবার (২৩ এপ্রিল) সকালে আরও একটি পোস্ট করেন নোবেল। ছবিতে রক্তাক্ত মুখ দেখা যাচ্ছে তার। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এক বয়ষ্ক লোক অসতর্কভাবে রাস্তা পার হচ্ছিল। তাকে বাঁচাতে গিয়ে আমার মাথার তালুতে ১২টা, বাম পাশের ভ্রু-তে ১৮টা, মোট ৩০টা সেলাই পড়েছে। তবুও মনে তৃপ্তি অনুভব করছি কারণ লোকটা নিরাপদ আছে। আর আমি আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ্।’
বিষয়টি নিয়ে জানতে নোবেলের ব্যক্তিগত নম্বরে ফোন করলে পাওয়া যায়নি তাকে।
তবে আসলেই কী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত নোবেল নাকি গানের শুটিংয়ের কোনো দৃশ্য তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া হাতের মুঠোতে টাকা এবং দুই আঙুল দিয়ে তিনি কি বোঝাতে চেয়েছেন তাও পরিস্কার নয়।