প্রকাশ: ২৩ এপ্রিল ২০২১, ২০:২
রাজশাহীর তানোরে নিজ বাড়ির সবজি বাগানে গাঁজা চাষ করেন এক চাষী। গাঁজাগাছ সহ এখলাছুর রহমান (৩৫) নামে ওই গাঁজাচাষীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৩ এপ্রিল) দুপুরে তাকে আদালত থেকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সূত্রের অভিযোগে বৃহস্পতিবার দুপুরে মাদক বিরোধী বিশেষ অভিযান চালায় তানোর থানা পুলিশ। এ সময় উপজেলার সরনজাই মন্ডলপাড়া গ্রামের এখলাছুরের নিজ বাড়ির পূর্ব পার্শ্বে সবজি বাগান থেকে দু’টি গাঁজা গাছ সহ তাকে আটক করা হয়। এর মধ্যে একটি গাঁজার গাছ ৬ ফুট ও আরেকটি ৩ ফুট উচ্চতা সম্পন্ন।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, গাঁজা বিক্রির উদ্দ্যেশে বাড়ির পূর্ব পার্শ্বে দুটি গাঁজার গাছ লাগান এখলাছুর। তার বিরুদ্ধে তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
#ইনিউজ৭১/জিয়া/২০২১