বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর (হিলি) থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, আজ২৩ এপ্রিল শুক্রবার সকাল ৬ ঘটিকায় গোপন সংবাদে জানতে পারি যে, থানার দক্ষিণবাসুদেবপুর এলাকায় মাদকদ্রব্য ফেন্সিডিল বেচা-কেনা হচ্ছে।
এমন সংবাদের ভিত্তিতে আমার নেতৃত্বে এস আই রাকিবুল,এস আই বেলাল, এ এস আই জুয়েল ও সঙ্গীয় ফোর্সসহ দক্ষিণবাসুদেবপুর (জিলাপিপট্রি) এলাকার নুর ইসলাম ওরফে বাবুর বাড়িতে মাদক বিরোধী অভিযান চালিয়ে রাসেল আহম্মেদ ওরফে ধলু এবং রায়হান শেখকে ৯৮বোতল এম কে ডাইল ও ৩৯ বোতল ফেন্সিডিলসহ তাদের হাতেনাতে আটক করা হয়।
অপর দিকে থানার সাঁতকুড়ি নামক এলাকায় সকাল ১০ঃ৩০ মিনিটে মাদক বিরোধী অভিযান চালিয়ে মোছাঃ মিলন বেগম নামে এক মহিলা মাদক চোরাকারবারিকে ৫০ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়েছে।
তিনি বলেন, দুটি এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ১৮৭ বোতল ফেন্সিডিলসহ তিনজন মাদক চোরাকারবারিকে আটক করা হয়।
আটককৃত আসামীরানহলেন, হিলি,হাকিমপুর পৌর শহরের দক্ষিণবাসুদেবপুর (জিলাপিপট্রি) এলাকার নুর ইসলাম ওরফে বাবুর ছেলে রাসেল আহম্মেদ ওরফে ধলু (২৫) ওই এলাকার(মহিলা কলেজপাড়া) ফজলু হকের ছেলে রায়হান শেখ (৩৮) এবং বগুড়া সদর উপজেলার মালি গ্রাম(সিদ্দিকের মোড়) এলাকার দেলোয়ার হোসেনের স্ত্রী মিলন বেগম (৪৫)।
আসামীদ্বয়ের বিরুদ্ধে প্রচলিত মাদক দ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে জানায় পুলিশ।