প্রকাশ: ২৩ এপ্রিল ২০২১, ১৪:৩৫
নাটোরের গুরুদাসপুর উপজেলার চলনবিলে ধান কাটা শুরু হয়েছে।করোনা ভাইরাস মোকাবেলা ও সচেতনতা বৃদ্ধির লক্ষে বিভিন্ন জায়গা থেকে আগত ধান কাটা শ্রমিকদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন নাটোর জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ।
আজ শুক্রবার (২৩ এপ্রিল) দুপুরে গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার তমাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চলনবিল এলাকায় শ্রমিকদের মাঝে সুরক্ষা সামগ্রী মাস্ক, সাবান, হ্যান্ডস্যানিটাইজার, খাবার স্যালাইন ও শুকনা খাবার তুলেদেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ। এ সময় গুরুদাসপুুুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রাসেল উপস্থিত ছিলেন।
#ইনিউজ৭১/জিহাদ/২০২১