প্রকাশ: ২৩ এপ্রিল ২০২১, ১১:২২
জামালপুরের ইসলামপুরে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে আজিম মিয়া(৩৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ এপ্রিল) সকালে পৌর শহরের রৌহারকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই এলাকার সাদা সেখের ছেলে।
ইসলামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আবির আহমেদ সৌমিত মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।নিহতের জেঠাতো ভাই আরিফ জানান,আজ সকালে গো খাদ্যের জন্য বাড়ির পাশে সেচ পাম্পের নিকটে ঘাস কাটতে যান আজিম মিয়া।
ঘাস কাটার এক পর্যায়ে সেচ পাম্পের পানি স্পর্শ করার সাথে সাথেই বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন।এসময় স্থানীয় তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
#ইনিউজ৭১/জিহাদ/২০২১