প্রকাশ: ২৩ এপ্রিল ২০২১, ১১:১৯
বরগুনায় পিস্তল ও গুলিসহ এক রিপন (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহষ্পতিবার রাত ১০টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের দক্ষিণ খাজুরতলা এলাকায় অভিযান চালিয়ে রিপনকে আটক করা হয়।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার জানান, গোপন সংবাদে খবর পেয়ে গোয়েন্দা পুলিশের দল খাজুতলা এলাকার শাহজাহান মিয়ার বাসায় অভিযান চালিযে রিপনকে আটক করা হয়। এসময় তল্লাশী চালিয়ে তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ওসি জানান, আটক রিপন খাজুরতলা এলাকার ওই বাসায় ভাড়া থাকতেন।
তিনি বরগুনার আমতলী পৌরশহরের ৫ নং ওয়ার্ডের মৃত কালু ফকিরের ছেলে।বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান জানান, রিপনের বিরুদ্ধে ও পারিবারিক আইনে আগের একটি মামলা রয়েছে। অবৈধ অস্ত্র রাখার অভিযোগে তার বিরুদ্ধে বরগুনা সদর থানায় মামলা করে আদালতের কাছে সোপর্দ করা হবে।
#ইনিউজ৭১/জিহাদ/২০২১