প্রকাশ: ২২ এপ্রিল ২০২১, ১০:২৮
বরগুনার সদর উপজেলার ২নং গৌরিচন্না ইউনিয়নের ধূপতি গ্রামে আজ রাতে বিদ্যুতের পোস্ট থেকে বিদ্যূৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যূৎস্পৃষ্ট হয়ে ইমরান(২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।স্থানীয়রা জানায়, ইমরান পেশায় একজন শ্রমিক।
রাত ৮ টার দিকে প্রতিবেশী বুলু বেগম পল্লী বিদ্যূতের পোস্ট থেকে তার মর্টারে বিদ্যুৎ সংযোগ দেয়ার জন্য ইমরানকে বিদ্যূৎ পোস্টে উঠতে বললে এমরান পোস্টে উঠে সংযোগ দিতে গিয়ে বিদ্যূৎস্পৃস্ট হয়ে নিচে পড়ে যায়।
স্হানীয়রা পুলিশ খবর দিয়ে তাকে বরগুনা জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।স্হানীয়রা জানান, এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে ইতোপূর্বেও অনেকে মর্টার চালিয়ে আসছিলো।
ঘটনাস্থল পরিদর্শন করে বরগুনা থানার এস.আই. মোশারেফ হোসেন বলেন মৃতদেহ উদ্বার করে মর্গে পাঠানো হয়েছে । ইমরানের পরিবার মামলা করলে, আমরা তদন্ত করে আইনগত ব্যাবস্হা নেব।
#ইনিউজ৭১/জিহাদ/২০২১