প্রকাশ: ১৮ এপ্রিল ২০২১, ২১:৪১
কোনো ট্যাগ পাওয়া যায়নি
কুমিল্লার দেবীদ্বারে মানবতার ফেরিওয়ালা খ্যাত ডা. ফেরদৌস খন্দকার এর উদ্যোগে গড়ে উঠেছে স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন টিম দেবীদ্বার। এই টিমের মূল উদ্দেশ্য স্বেচ্ছায় মানুষের জন্য কাজ করা। টিমের আদর্শকে বুকে ধারণ করে মাঠে কাজ করে যাচ্ছে একদল স্বেচ্ছাসেবী তরুণ কর্মী।
রবিবার (১৮এপ্রিল) উপজেলার মাশিকাড়া পূর্ব পড়ার কৃষক মোঃ মাহফুজ মিয়ার ৩০ শতাংশ ও উপজেলার পুনরা গ্রামের কৃষক মোঃ শাহিন আলমের ২৫ শতাংশ জমির ধান মাঠ থেকে কেটে মাড়াই করে কৃষকের বাড়ির আঙিনায় পৌঁছে দেন সংগঠনের স্বেচ্ছাসেবী কর্মীরা।
করুণা সংক্রমণ রোধে সরকার ঘোষিত সর্বাত্মক কঠোর লকডাউন চলছে। এরইমধ্যে ব্যুরো ফসল ওঠার সময় হয়ে গেছে। লকডাউনে দরিদ্র কৃষকের হাত শূন্য, অধিক টাকায় শ্রমিক নেয়া অসহায় গরীব কৃষকদের পক্ষে সম্ভব হয় না। মাঠের ফসল নষ্ট হওয়ার মত অবস্থা। এমন সময় অসহায় দরিদ্র কৃষকদের পাশে এসে দাঁড়িয়েছে গ্রীন টিম দেবীদ্বারের স্বেচ্ছাসেবী কর্মীরা। বিনামূল্যে কৃষকের ধান কেটে মাড়াই করে কৃষকের বাড়ির আঙ্গিনায় পৌঁছে দিচ্ছে তারা।
অসহায় কৃষকদের কথা ভেবে ১৫ সদস্যের এই টিম কাজ করে যাচ্ছে মাঠে মাঠে। পবিত্র রমজানের রোজা রেখেও গ্রীন টিম এর পরিচালক মোঃ কাউসার হায়দারের পরিচালনায় টিম লিডার মোঃ আশেক এলাহী নেতৃত্বে অন্যান্যর মধ্যে মাঠে কাজ করছেন, মোঃ স্বপন মুন্সি, ইঞ্জিনিয়ার মোঃ আলাউদ্দিন রাজু, মোঃ রমিজ মিয়া,মোঃ জাহাঙ্গীর ভূঁইয়া,মোঃ মোবারক হোসেন, মোঃ পলাশ এলাহী, মোঃ আবু হানিফ, মোঃ মাহবুব আলম, মোহাম্মদ মোবারক খান, মোঃ তাজুল ইসলাম প্রমূখ।
গত দিন শনিবারেও উপজেলার মাশিকাড়া গ্রামের এক দরিদ্র কৃষক মোহাম্মদ আলীর ৪৫ শতাংশ জমির ধান কেটে মাড়াই করে কৃষকের আঙ্গিনায় ধান পৌঁছে দেন এই গ্রীন টিম দেবীদ্বারের স্বেচ্ছাসেবী কর্মীরা।
এ বিষয়ে গ্রীন টিমের পরিচালক কাউসার হায়দার জানান, নিউইয়র্ক প্রবাসী ডাক্তার ফেরদৌস খন্দকার এর উদ্যোগে তৈরি করা হয়েছে গ্রীন টিম দেবীদ্বার নামক স্বেচ্ছাসেবী সংগঠন টি। মানব সেবায় কাজ করাই এই টিমের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। বর্তমানে দরিদ্র কৃষকদের সংকটাপন্ন অবস্থায় আমরা কৃষকদের পাশে এসে দাঁড়িয়েছি। ভবিষ্যতেও সকল মানবিক কাজে আমরা অগ্রসাড়িতে থেকে কাজ করে যাবো ইনশাল্লাহ।