প্রকাশ: ১৬ এপ্রিল ২০২১, ২০:১৭
কোনো ট্যাগ পাওয়া যায়নি
নাটোরের লালপুরে পদ্মা নদীতে ধরা পড়েছে ২৯ কেজি ওজনের বাঘাইর মাছ। শুক্রবার ভোরে লালপুরের স্থানীয় জেলেরা পদ্মা নদীতে মাছ ধরতে গেলে লিটন নামের একজন জেলের জালে মাছটি ধরা পড়ে এবং পার্শ্ববর্তী বাঘাবাজারের মাছ আড়তে নিয়ে যান।
সেখান থেকে ফজলুর রহমান নামে এক মাছ ব্যবসায়ী মাছটি ক্রয় করে দুপুরে বিক্রির জন্য নাটোর শহরে নিয়ে আসে। দুপুরের দিকে ভ্যানগাড়িতে করে মাছটি বিক্রির জন্য কেন্দ্রীয় মসজিদের সামনে প্রদর্শন করে রাখা হয়। এ সময় উৎসুক জনতা মাছটি দেখতে ভিড় জমান।
মাছ বিক্রির জন্য দায়িত্বে থাকা ব্যবসায়ী জাকির প্রতিকেজি এক হাজার হিসেবে ২৯ হাজার টাকা দাম হাকলেও ২১ হাজার টাকা দাম বলেছে স্থানীয় ক্রেতারা।