প্রকাশ: ৮ এপ্রিল ২০২১, ১৯:১৮
কোনো ট্যাগ পাওয়া যায়নি
গাজীপুরের কালিয়াকৈরে ৬নং ওয়াডের্র পৌর কাউন্সিলর ও তার সহযোগীদের বিরুদ্ধে এক কিশোরীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার রাতে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অপহৃত হলো, সিরাজগঞ্জের বেলকুচি থানার সগুনা এলাকার শাহ আলম সরকারের মেয়ে সোনালী খাতুন(১২)।
অপহৃতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার কালামপুর এলাকায় সুলতান মাষ্টারের বাড়িতে ভাড়া থাকেন সুলতানা খাতুন ও তার স্বামী জাহিদ হাসান। মাস খানেক আগে কিশোরী সোনালী তার বোন সুলতানা খাতুনের বাসায় বেড়াতে আসে। এরই মধ্যে স্থানীয় মৃত খোরশেদ আলমের ছেলে শাকিল হোসেন ওই কিশোরীকে রাস্তা-ঘাটে বিভিন্ন সময় উত্যক্ত করে আসছিল। বিষয়টি সে তার বড় বোন সুলতানাকে জানালে তিনি এলাকার গন্যমান্য লোকজনদের জানায়।
এতে শাকিল ক্ষিপ্ত হয়ে পৌরসভার ৬নং ওয়ার্ডে কাউন্সিলর আবুল কাশেম ও তার সহযোগী হাফিজুর রহমান, শ্রীবাসের মাধ্যমে ওই কিশোরী ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন ধরনের হুমকী দেয়। গত বুধবার সন্ধ্যা ৬টা দিকে ওই কিশোরী তার বোনের বাসার পাশে হাটা-হাটি করছিল। এসময় ওই কাউন্সিল, শাকিল, হাফিজুর, শ্রীবাসসহ অজ্ঞাত-নামা আরো ২-৩ জন লোক তার মুখ চেপে ধরে জোর পূর্বক একটি সিএনজিতে তাকে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের বিষয়টি জানতে পেরে সম্ভাব্য সকল স্থানে খোঁজা খুজি করেও তাকে পাওয়া যায়নি।
এ ঘটনায় অপহৃতের বড় বোন সুলতানা খাতুন বাদী হয়ে ওই দিন রাতেই স্থানীয় কাউন্সিলর আবুল কাশেম, শাকিল, হাফিজুর, শ্রীবাসসহ অজ্ঞাত নামা আরো ২-৩জনের নামে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অপহৃত কিশোরীর বড় বোন সুলতানা খাতুন জানান, উক্ত আসামীরা আমার ছোট বোন সোনালীকে অপহরণ করে নিয়ে গেছে। অপহরণের পর তারা আমার বোনকে অজ্ঞাত স্থানে আটকে রেখেছে। সম্ভাব্য সকল স্থানে খোঁজে বোনকে না পেয়ে থানায় একটি অভিযোগ করেছি। আমার ছোট বোনকে সুস্থ্য ভাবে ফিরে পেতে চাই।
অভিযুক্ত কাউন্সিলর আবুল কাশেম জানান, বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে রাত ১টার দিকে থানা থেকেও আমাকে ফোন দিয়েছিল। তবে শুনেছি, শাকিল আর ওই মেয়ে ভালবাসা করে চলে গেছে।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তবে তদন্তকরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।