প্রকাশ: ৮ এপ্রিল ২০২১, ১২:৫৬
নাটোরের গুরুদাসপুরে তিনজন কৃষকের মাঝে তিনটি কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে তিনটি কম্বাইন হারভেস্টার মেশিন তিনজন কৃষককে দেয়া হয়।
মশিন্দা ইউনিয়নের হাঁসমারি এলাকার কৃষক আব্দুল আলীম ও ধারাবারিষা ইউনিয়নের চিতলাপাড়া গ্রামের কৃষক রনিকে একটি কম্বাইন হারভেস্টার মেশিন দেয়া হয়েছে। যার প্রতিটির মুল্য ৩১ লক্ষ ৫০ হাজার টাকা। মোট তিনটি ৯৪ লক্ষ ৫০ হাজার টাকা। পরবর্তীতে আরো তিনজন কৃষককে মেটাল কম্পানির তিনটি কম্বাইন হারভেস্টার মেশিন প্রদান করা হবে।
কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণের সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ তমাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার, সহকারী কমিশনার(ভূমি) মোঃ আবু রাসেল,কৃষি কর্মকর্তা মোঃ হরুনর রশিদসহ প্রমুখ।