প্রকাশ: ৫ এপ্রিল ২০২১, ১২:৩৭
হঠাৎ করোনার প্রকোপ বাড়ায় আজ সোমবার থেকে ৭ দিনের লকডাউন ঘোষণা করেছে সরকার। কিন্তু রাজধানীর নিউমার্কেট ও আশপাশের বিপণিবিতানের দোকান মালিক-কর্মচারীরা এই সিদ্ধান্ত মেনে নিতে কিছুতেই রাজি নয়।
তাইতো রাজধানীর গাউছিয়া, নুর ম্যানশন, চাঁদনী চক মার্কেটের হাজার হাজার দোকান মালিক এবং কর্মচারীরা সকাল সাড়ে ১০ টায় মিছিল নিয়ে রাস্তায় বের করে। তবে মিছিলটি গাউছিয়া মার্কেটের মোড়ে পুলিশের বাধার মুখে পড়ে।
বিক্ষোভকারীরা ‘লকডাউন মানি না’, ‘দোকানপাট খুলবো’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।এ সময় আন্দোলনকারীরা বলেন, সামনে ঈদ আর এই ঈদেই মূলত আমাদের ভালো ব্যবসা হয়ে থাকে। আমরা কর্মচারীদের বেতন দেবো কোথায় থেকে।
সামনে রোজা আসছে ঠিক এমন একটি সময়ে দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত আমাদের আজ রাজপথে নামিয়ে এনেছে। এটা রুটি রুজির প্রশ্ন।এদিকে নিউমার্কেট থানা পুলিশ জানিয়েছে, পরিবেশ স্বাভাবিক রাখতে তারা তৎপর রয়েছে।