প্রকাশ: ৪ এপ্রিল ২০২১, ১৭:১৯
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উলুসাড়া এলাকায় এক নারী পোশাক শ্রমিককে উত্ত্যক্ত করার অভিযোগে এক পুরুষ শ্রমিকে গ্রপ্তার করেছে থানা পুলিশ। রোববার দুপুরে গ্রপ্তারকৃত পুরুষ শ্রমিককে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত ।দন্ডপ্রাপ্ত হলেন- নওগাঁর ধামুরহাট থানার অর্জুনপুর এলাকার ধায়ের উদ্দিনের ছেলে জুয়েল রানা (২৭)।
ভ্রাম্যমান আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর আত্রাইল থানার মহাদেবপুর এলাকার আঃ রাজ্জাকের মেয়ে রিনা আক্তার (২৪) দীর্ঘদিন আগে জীবিকার খোঁজে তার মেয়েকে নিয়ে গাজীপুরের কালিয়াকৈরে আসেন। পরে তিনি স্থানীয় নর্দান ক্লোথিং লিমিটেড নামে পোশাক কারখানায় কাজ শুরু করেন।
এসময় তার সাথে পরিচয় হয় ওই কারখানার শ্রমিক জুয়েল রানার। এরপর থেকে জুয়েল বিভিন্ন সময় তাকে উত্ত্যক্ত করে আসছিল। পরে বাধ্য হয়ে রিনা আক্তার ওই কারখানার কাজ ছেড়ে দিয়ে পাশের ডিভাইন লিমিটেড নামে অপর একটি পোশাক কারখানায় কাজ করে আসছেন।
কিন্তু তার পিছু ছাড়েনি জুয়েল। বিভিন্ন ভাবে জুয়েল ওই নারী পোশাক শ্রমিককে ব্লাকমেইলসহ উত্ত্যক্ত করে আসছে। শনিবার বিকেলে উপজেলার উলুসাড়া এলাকায় তাকে ইভটিজিং করেছিল জুয়েল। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই জুয়েল আটক করে এবং তাকে থানায় নিয়ে আসে।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আদনান চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় উত্ত্যক্ত করার বিষয়টি প্রমাণিত হওয়ায় ওই পুরুষ শ্রমিকে জুয়েলকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, নারী শ্রমিকে উত্ত্যক্ত করায় জুয়েলকে গ্রেপ্তারের পর ভ্রাম্যমান আদালত তাকে সাজা প্রদান করেন। পরে তাকে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়।