প্রকাশ: ৩ এপ্রিল ২০২১, ২০:৪৯
কোনো ট্যাগ পাওয়া যায়নি
করোনা মহামারী প্রাদুর্ভাব মোকাবেলায় আগামী সোমবার (৫এপ্রিল) থেকে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে সরকার
শনিবার সকালে সরকার কর্তৃক লকডাউন ঘোষণার পর থেকে শনিবার (৩এপ্রিল) দুপুর থেকে দেবীদ্বার নিউমার্কেট বাজারের পেঁয়াজ, মসলা ও মুদি দোকান গুলোতে ক্রেতাদের উঁপচেপড়া ভিড় লক্ষ করা যায়।
ক্রেতা ও বিক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে, সামনে লকডাউন তাই প্রয়োজনীয় বাজার খরচ করতেই বাজারে আসছেন বলে জানিয়েছেন ক্রেতারা। পক্ষান্তরে বিক্রেতারাও বলেছেন বিগত দুই-তিন দিনের চেয়ে আজকে দুপুরের পর থেকে বাজারে ক্রেতাদের সংখ্যা বেশি আমাদের বেচা-বিক্রিও ভালো হচ্ছে।
বাজার ঘুরে দ্রব্যমূল্যের তেমন কোনো পরিবর্তন লক্ষ করা না গেলেও ক্রেতাদের অভিযোগ সকালে যে পেঁয়াজ ২৮টাকায় বিক্রি করা হয়েছে দুপুরের পর থেকে ৪টাকা বেড়ে ৩২টাকায় বিক্রি করা হচ্ছে। ক্রেতা সোলায়মান জানান, দুদিন আগে মটর বোট কিনেছি ৪২ টাকায় আজকের বাজারে তা ৪৫ টাকা চাচ্ছে।
এছাড়া সবজি বাজার ছিল তুলনামূলক স্থিতিশীল, তবে লেবু প্রতি হালি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০টাকায়। লেবুর অধিক দাম সম্পর্কে জানতে চাইলে বিক্রেতা জানান, বাগানে লেবুর সংখ্যা কম তাই আমাদের বেশি দাম দিয়ে ক্রয় করতে হচ্ছে।