প্রকাশ: ৩ এপ্রিল ২০২১, ২০:২১
কোনো ট্যাগ পাওয়া যায়নি
নাটোরের গুরুদাসপুরে শহিদুল ইসলাম নামের এক কৃষকের ৬ বিঘা জমির ফসল (গম) কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
শুক্রবার (২ এপ্রিল) গভীর রাতে উপজেলার চাপিলা ইউনিয়নের নওপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ কৃষক ওই এলাকার মৃত-কুদরত আলী সরদারের ছেলে। এ ঘটনায় কৃষক শহিদুল ইসলাম বাদী হয়ে ৮ জনের নামে গুরুদাসপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
কৃষক শহিদুল ইসলাম জানান, পরিবারে স্ত্রী ও দুই ছেলে নিয়ে তার সংসার। ছেলেমেয়েদের পড়াশোনা ও সংসারের খরচ সেই জমির ফসল উৎপাদনের টাকা এবং অন্যের জমিতে শ্রম বিক্রি করে চলে। শুক্রবার গভীর রাতে ২০/২৫ জন অজ্ঞাত নামা লোক হাতে ধারালো হাসুয়া,ধারালো কাঁচি, লাঠী সোটা নিয়ে জোড়পুর্বক তার জমির ফসল(গম) কেটে নিয়ে যায়। যার পরিমাণ প্রায় ১০০ মন এবং বাজার মুল্য ১ লক্ষ ৩০ হাজার টাকা। অভিযুক্ত ব্যক্তিরা তার জমির মালিকানা দাবি করেন। কিন্তু এই জমি নিয়ে কোর্টে মামলা চলমান রয়েছে। তিনি ফসল কাটার সাথে জড়িত সকল ব্যক্তিদের দ্রুত বিচার দাবি করেন।
অভিযুক্ত শামসুল হক জানালেন, আমাদের জমির ফসল আমরাই কেটেছি। তবে রাতের আঁধারে কেন কাটলেন এ বিষয়ে প্রশ্ন করলে তিনি এড়িয়ে যান।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, অভিযোগ পেয়েছি। সরেজমিনে গিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।