প্রকাশ: ৩ এপ্রিল ২০২১, ১৮:৫৫
কোনো ট্যাগ পাওয়া যায়নি
গাজীপুরের কালিয়াকৈরে শুক্রবার সন্ধায় রাষ্ট্র ও সরকার বিরোধী লিফলেট ও বই বিতরণকালে জনতার হাতে ৩জন শিবির কর্মী আটক হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন সন্ধায় ব্রাম্মন বাড়িয়া সদর থানার জগতসা গ্রামের আব্দুল কাদেরের পুত্র মাসুদ রানা (২৪), বগুড়া সাড়িয়াকান্দি থানার ,রক্ষিখোলা গ্রামের আব্দুল মান্নালের পুত্র সাইদুর রহমান (২৬) ও কুড়িগ্রাম জেলার,রৌমাড়ি থানার বেতাগীপাড়া গ্রামের অলিবুর রহমানের ছেলে জাকির হোসেন (১৯) নামে ৩জন শিবির কর্মী কালিয়াকৈর উপজেলার কাঠালতলা সাহেবপাড়া এলাকায় রাষ্ট্র ও সরকার বিরোধী বিভিন্ন লিফলেট ও বই বিতরণ করছিল।
এসময় স্থানীয় জনতা তাদের আটক করে থানায় খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে লিফলেট, বই ও ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়। এঘটনায় থানায় মামলা হয়েছে।
তাদের শনিবার সকালে গাজীপুর কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। কালিয়াকৈর থানার উপ-পুলিশ পরিদর্শক ভজন চন্দ্র রায় বিষয়টি নিশ্চিত করেছেন।