প্রকাশ: ২ এপ্রিল ২০২১, ১৯:১১
নওগাঁর ধামইরহাটে প্রত্যন্ত এলাকার গ্রামীন সড়ক নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। গ্রাম পর্যায়ে পাকা রাস্তা নির্মানে জন সাধারণ ও রাস্তা সংলগ্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল শিক্ষার্থীরা উপকৃত হবে।
ধামইরহাট উপজেলা প্রকৌশলী মো. আলী হোসেন জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র তত্বাবধানে ০২ এপ্রিল বিকেল সাড়ে ৫ টায় রামরাপুর-নানাইচ সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়কে ২ কিলো (২৭০০ মিটার) ৭শত মিটার পাকা রাস্তার নির্মান কাজের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি।
উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ইউএনও গনপতি রায়, উপজেলা আওয়ামীলীগ সভাপতি দেলদার হোসেন, সম্পাদক অধ্যাপক মো. শহিদুল ইসলাম, ওসি আবদুল মমিন, উপজেলা আ’লীগ নেতা খাজা ময়েন উদ্দিন, জাহানপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি লুইসার রহমান, সম্পাদ গোলাম কিবরিয়া, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, সাংবাদিক জাহিদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। পরে সাংসদ শহীদুজ্জামান সরকার বৈদ্যবাটি গুচ্ছগ্রামে আবাসন কেন্দ্র পরিদর্শন করেন।